Breaking News

ReebokNEUFC FootballForAll

ভারতীয় ফুটবলে নতুন জুটি—নর্থইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে রিবক

আন্তর্জাতিক ব্র্যান্ড রিবক আবার পা রাখল ভারতীয় ফুটবলে। এবার তারা যুক্ত হল নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। জন আব্রাহাম ও রিবক দুই পক্ষই ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের উন্নয়নের বার্তা দিল।

ReebokNEUFC FootballForAll Initiative Explained %%page%% %%sep%% %%sitename%%

ReebokNEUFC FootballForAll

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ১২ জুলাই, ২০২৫ : ভারতীয় ফুটবলে আবারও পা রাখল আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান রিবক (Reebok)। তারা এবার চুক্তিবদ্ধ হল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর অন্যতম জনপ্রিয় দল নর্থইস্ট ইউনাইটেড এফসি (NEUFC)-র সঙ্গে। এই অংশীদারিত্ব শুধুই একটি স্পনসরশিপ নয়—ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নির্মাণের অন্যতম চালক হিসেবেই দেখা হচ্ছে এই উদ্যোগকে (ReebokNEUFC FootballForAll)।

নর্থইস্ট ইউনাইটেডের সহ-মালিক এবং বলিউড অভিনেতা জন আব্রাহাম এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন—

“রিবক-এর মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ড আমাদের সঙ্গে এসেছে, এটা শুধু আমাদের ক্লাবের জন্য নয়, গোটা ভারতীয় ফুটবলের জন্যই ইতিবাচক সঙ্কেত। রিবক সবসময় ক্রীড়ার বিকাশে অগ্রণী ভূমিকা নিয়েছে, এবার ভারতীয় ফুটবলেও তারা প্রভাব ফেলবে।”

জন আরও জানান, নর্থইস্ট অঞ্চলের প্রতিভা, ফুটবলপ্রেম এবং শক্তিকে বিশ্ব দরবারে তুলে ধরতে তারা রিবকের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন।

রিবকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে—

“আমরা শুধু একটি ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছি না, আমরা যুক্ত হচ্ছি একটি অঞ্চলের আবেগ, স্বপ্ন এবং ক্রীড়া সংস্কৃতির সঙ্গে। নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে এই অংশীদারিত্ব ভবিষ্যতের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং দেশের ফুটবল কাঠামোকে আরও শক্তিশালী করবে।”

রিবক জানিয়েছে, তারা শুধু পেশাদার স্তরেই নয়, স্কুল, অ্যাকাডেমি ও গ্রাসরুট ফুটবলে সরাসরি অবদান রাখতে চায়। তারা কিট স্পনসর ছাড়াও বিশেষ ট্রেনিং প্রোগ্রাম, ক্রীড়াবৃত্তি ও স্কাউটিংয়ে ভূমিকা নেবে।

ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, এই অংশীদারিত্ব ভারতীয় ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়াবে। অনেকদিন পর রিবক ভারতে কোনও বড় ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলো, যা দেশের স্পোর্টস মার্কেটে নতুন প্রাণ আনবে।

জিথিন এমএস চুক্তির মেয়াদ বাড়ালেন, ২০২৮ পর্যন্ত থাকছেন নর্থইস্ট ইউনাইটেডে

ইউরোপা লিগ-বিজয়ী জাইরো সাম্পেরিওকে দলে নিল নর্থইস্ট ইউনাইটেড এফসি

একজন সিনিয়র ফুটবল সাংবাদিক বলেন—

“নর্থইস্ট অঞ্চল বরাবরই ভারতীয় ফুটবলের প্রাণকেন্দ্র। এখানকার প্রতিভা অগাধ। রিবকের মতো ব্র্যান্ড যুক্ত হওয়ায় এখানকার তরুণ প্রজন্মের কাছে নতুন সুযোগের দরজা খুলবে।”

চুক্তির আওতায় রিবক শিগগিরই নর্থইস্ট ইউনাইটেডের নতুন হোম ও অ্যাওয়ে কিট উন্মোচন করবে। কিটের ডিজাইন নিয়ে এখন থেকেই উত্তেজনা তৈরি হয়েছে। জানা গেছে, এতে স্থানীয় সংস্কৃতি ও আধুনিক ক্রীড়াশৈলীর মিশ্রণ থাকবে।

রিবক এবং ক্লাব যৌথভাবে আগামী মাস থেকেই “ফুটবল ফর অল” নামে একটি ইনিশিয়েটিভ শুরু করবে, যার মাধ্যমে রাজ্য ও গ্রাম পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণ কর্মসূচি চালানো হবে।

আরও পড়ুন :

আই লিগের প্রতিভা এবার লাল-হলুদে! মার্তান্দ রায়নাকে দলে নিল ইস্টবেঙ্গল

তিন বছরের চুক্তিতে লাল-হলুদে রামসাঙ্গা: মাঝমাঠে শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল

ad

আরও পড়ুন: