Tutu Bose
ক্লাউড টিভি : দীর্ঘদিন ধরে মোহনবাগান ক্লাবের অন্যতম স্তম্ভ ছিলেন স্বপনসাধন বসু। যিনি সকলের কাছে পরিচিত ‘টুটু বসু’ (Tutu Bose)নামে। অবশেষে আজ তিনি হঠাৎই সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মোহনবাগান সভ্য সমর্থক ও ক্রীড়া প্রশাসনের মধ্যে। সামনেই ক্লাব নির্বাচন। তার আগে তার এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক বার্তা বহন করে।
আজ দুপুরে ক্লাব সচিব ও কার্যকরী সমিতির সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে টুটু বসু (Tutu Bose) তাঁর পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, “সভাপতির চেয়ার থেকে কোনও এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার কখনও কিছু আমি করিনি, এবারও করব না।” তার এই বক্তব্যে একদিকে যেমন তাঁর নৈতিক অবস্থান স্পষ্ট, তেমনই অন্যদিকে নির্বাচনী লড়াইয়ে পক্ষপাতিত্বের সম্ভাবনাটাকেও তিনি দূরে সরিয়ে রাখলেন।
পেহেলগামের ঘটনায় স্তব্ধ দেশ, বলিউড তারকাদের তীব্র প্রতিক্রিয়া
অনেকেই বলছেন ‘ক্লাবে নির্বাচনের আগে বড় বিস্ফোরণ’। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে গঠিত হয়েছে নির্বাচন পরিচালনার বোর্ড। যদিও ভোটের দিন ঘোষণা হয়নি। তবে মোহনবাগান ক্লাবের সদস্যদের মধ্যে ভোট নিয়ে উৎসাহ তুঙ্গে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে।
টুটু বসুর (Tutu Bose) দুই ছেলে—সৃঞ্জয় বসু এবং সৌমিক বসু— এই ক্লাব নির্বাচনে যথেষ্ট সক্রিয়।সৃঞ্জয় বসু যেখানে বর্তমান সচিব দেবাশিস দত্তের বিরোধিতায় করছেন, সেখানে ছোট ছেলে সৌমিক বসু দেবাশিস দত্তকে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন । রবিবার বরানগরে মোহনবাগান নির্বাচনী প্রচারের মঞ্চে দেখা গেল এই চিত্রটা।
আর এই চিত্রটাই বোঝাচ্ছে , মোহনবাগান ক্লাবের রাজনীতিতে এখন যে ‘পরিবার বনাম মতাদর্শ’ দ্বন্দ্ব চলছে তা থেকে সরে থাকতে টুটুবাবুর(Tutu Bose) এই অবসর ।
#TutuBose #MohanBagan #President #Resigns #KolkataMoidan
আরও পড়ুন :
পহেলগাম কান্ড : উত্তপ্ত ভারত -পাকিস্তান ক্রিকেট
BBC-কে সতর্ক করল ভারত সরকার, নিষিদ্ধ করা হল ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল