ইনফান্তিনোর বিরুদ্ধে ‘নিষ্ঠুর খেলা’-র অভিযোগ, ফিফার নীতির সমালোচনায় ফুটবলারদের সংগঠন

ফ্রান্সের ফুটবলার সংগঠন UNFP ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে খেলোয়াড়দের ওপর নির্যাতনমূলক ম্যাচ সূচি চাপানোর অভিযোগ তুলেছে। ক্লাব বিশ্বকাপকে ‘হত্যার খেলা’ বলে আখ্যা দিয়ে টুর্নামেন্ট বন্ধের দাবি জানানো হয়েছে।