venkatesh iyer
শান্তিপ্রিয় রায় চৌধুরী : এবারের আইপিএলের নিলামে ২৩ কোটি ৭৫ লাখ টাকা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর ভেঙ্কাটেশ আইয়ার (venkatesh iyer)l
জানেন এই ভেঙ্কাটেশের ধ্যানজ্ঞান শুধু ক্রিকেটেই নয়, পড়াশোনাতেও মনযোগ আছে তার।
নাইট রাইডার্স এর এই ক্রিকেটার এখন এমবিএ ডিগ্রিধারী, ফিনান্সে পিএইচডি করছেন। তিনি জানিয়েছেন পরের বার তাকে আর কেউ বেঙ্কটেশ বলে ডাকা যাবে নাl ডক্টর বেঙ্কটেশ আইয়ার (venkatesh iyer) বলে সম্বোধন করতে হবে।
তার কেরিয়ার সম্বন্ধে বলতে গিয়ে ক্লাউড টিভিকে তিনি বলেছেন, ‘আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমি শুধু ক্রিকেট খেলব এমনটা কথা ছিল না। সংসারের কথা চিন্তা করে আমি পড়াশোনা চালিয়ে গিয়েছিলামl আমি পড়াশুনায় ভালো ছিলামl আমার বাবা-মা চেয়েছিলেন দুটোতেই ভালো কিছু করিl এখন দেখছি খেলার পাশাপাশি পড়াশোনাতে ভালো রেজাল্ট করেছি।’
x (twitter) – https://x.com/cloudTV_NEWS
মধ্যপ্রদেশের ছেলে বেঙ্কটেশ (venkatesh iyer)শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘ ৬০ বছর বয়স পর্যন্ত খেলতে পারি না। আপনাকে বুঝতে হবে ক্রিকেট অল্প সময়ের জন্য। এরপর বাকি জীবনটা শিক্ষার দরকারl তাই পড়ালেখার কারণে ক্রিকেট থেকে কিছুটা ছুটি নিই। আমি সব সময় খেলাধুলা নিয়ে ভাবতে চাই না। এতে চাপ বাড়ে। খেলা ও লেখাপড়া পাশাপাশি রেখে আমি এই জায়গায় এসেছিl
আইয়ার (venkatesh iyer) বলেছেন, ‘যদি আমি একই সঙ্গে দুটি কাজ ভালোভাবে তাতে ক্ষতি কিl পড়াশোনা আমাকে মাঠে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমি চাই ক্রিকেটাররা শুধু ক্রিকেট জ্ঞানই নয় পাশাপাশি পড়াশোনা ও করুকl সাধারণ জ্ঞানটা বাড়বে।’
আরও পড়ুন : Winter Health Tips : শীতে শরীর সুস্থ রাখতে যা করতে পারেন
‘মুহাম্মদ ইউনূস গণহত্যায় জড়িত’ : প্রথম জনসভায় শেখ হাসিনা (Sheikh Hasina)