VijayChettri
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন মণিপুরের প্রতিভাবান ডিফেন্ডার বিজয় ছেত্রী (VijayChettri)। উরুগুয়ের ক্লাব কোলন এফসি-র সঙ্গে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হয়ে তিনি হয়ে উঠলেন প্রথম ভারতীয় ফুটবলার, যিনি কোনও লাতিন আমেরিকান ক্লাবের সঙ্গে পূর্ণকালীন চুক্তিতে স্বাক্ষর করলেন।
২৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক গত বছর চেন্নাইয়িন এফসি থেকে ঋণ (loan) নিয়ে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব কোলন মন্টেভিডিও-তে খেলতে যান। সেখানেই ২০২৪ সালের নভেম্বরে লা লুজ ক্লাবের বিরুদ্ধে অভিষেক হয় তার। তার পারফরম্যান্স এবং পরিশ্রমে খুশি হয়ে ক্লাবটি জানুয়ারি মাসে তাকে স্থায়ীভাবে দলে নেয়।
এক সময় ছিলেন খামারের কৃষক, এখন তিনি ভারতীয় ক্রিকেটে সুপারস্টার!
বিজয়ের কথায়,
“গত বছর চেন্নাইয়িন এফসি থেকে ঋণ নিয়ে আসার পর থেকে কোলন এফসির কিছু কর্মকর্তা আমার উন্নতিতে সত্যিই সহায়তা করেছেন এবং পরবর্তীকালে জানুয়ারিতে ক্লাবের সাথে স্থায়ী স্থানান্তর লাভ করেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।”
এর আগেও ভারতীয় ফুটবলার রোমিও ফার্নান্দেস ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো প্যারানেন্সের হয়ে খেলেছিলেন, তবে সেটি ছিল স্বল্পমেয়াদী চুক্তি ও ধারে খেলার সুযোগ। বিজয় ছেত্রী (VijayChettri ) হলেন প্রথম ফুটবলার যিনি স্থায়ী চুক্তির মাধ্যমে দক্ষিণ আমেরিকান কোনও দলে স্থায়ী সদস্য হিসেবে যোগ দিলেন।
বিজয় ছেত্রীর ফুটবল যাত্রা শুরু হয় ২০১৬ সালে শিলং লাজং-এর হয়ে। এরপর ২০১৮ সালে ইন্ডিয়ান অ্যারোজ দলের হয়ে সিনিয়র লেভেলে অভিষেক। পরবর্তীতে তিনি খেলেছেন চেন্নাই সিটি, রিয়াল কাশ্মীর, শ্রীনিধি ডেকান এবং সবশেষে চেন্নাইয়িন এফসি-র হয়েও।
এই মরসুমে যদিও তিনি কোলনের হয়ে খুব বেশি সময় মাঠে নামতে পারেননি—মাত্র ২৫ মিনিট। তবে ছেত্রী আত্মবিশ্বাসী, আগামী দিনগুলোয় তিনি দলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
উরুগুয়ের মতো ফুটবলপ্রিয় দেশে একজন ভারতীয় ফুটবলারের স্থায়ী চুক্তি নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। ভারতের মতো উঠতি ফুটবল জাতির পক্ষে এই পদক্ষেপ আন্তর্জাতিক ফুটবলে আরও বেশি প্রতিনিধিত্বের দিকেও দৃষ্টিপাত করবে।
বিজয় ছেত্রীর এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত নয়, এটি ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তার লাতিন আমেরিকায় পা রাখা নিঃসন্দেহে তরুণ ফুটবলারদের জন্য একটি নতুন দরজা খুলে দিল। আশা করা যায়, বিজয় কোলন এফসিতে তার প্রতিভা দিয়ে নজর কাড়বেন এবং ভারতীয় ফুটবলের মুখ উজ্জ্বল করবেন আন্তর্জাতিক অঙ্গনে।
আরও পড়ুন :
বদলে গেল নাম, আসছে রাজ চক্রবর্তীর প্রথম হিন্দি সিরিজ় ‘জিদ্দি ইশক’
২২ মে থেকে পশ্চিমবঙ্গে ৭২ ঘণ্টার বাস ধর্মঘট, বিপাকে নিত্যযাত্রী; কী বলছেন মালিকপক্ষ?