Breaking News

ViralFootballNews EggsAndMilk

ম্যাচ সেরা হয়ে ফুটবলার পেলেন ১০০ ডিম, ২০ লিটার দুধ

নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে এক পরাজিত ম্যাচে দলের সেরা পারফর্মারকে দিয়েছে ১০০ ডিম, ২০ লিটার দুধ ও ৪০ ব্যাগ ওটমিল — এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় পুরস্কার ব্যবস্থা যা বিশ্বজুড়ে আলোচিত।

ViralFootballNews EggsAndMilk: A Unique Award %%page%% %%sep%% %%sitename%%

ViralFootballNews EggsAndMilk

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : জিতলেন না দল, কিন্তু নজর কাড়লেন নিজের পারফরম্যান্সে। আর তারই পুরস্কার হিসেবে পেলেন – কোনো ট্রফি বা মেডেল নয়, বরং একেবারে ১০০টি ডিম, ২০ লিটার দুধ ও ৪০ ব্যাগ ওটমিল! শুনে অবাক লাগলেও এমনটাই ঘটেছে নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে-তে।

ভাইকিং এফসির বিরুদ্ধে ১-৩ ব্যবধানে হারলেও নিজেদের দলের সেরা পারফর্মারকে পুরস্কৃত করেছে ব্রাইন এফকে। আর পুরস্কারের এই অদ্ভুত রূপ দেখে এখন পুরো ফুটবলবিশ্বেই ভাইরাল ওই তরুণ ফুটবলার ও তার খাদ্যসামগ্রী ভরা পুরস্কার।

কারা রাতে দুধ খাবেন না? বিশেষ কিছু পরিস্থিতিতে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

“অসমে আমুল ডেইরি প্ল্যান্ট স্থাপনের ঘোষণা: দুধ উৎপাদনে বিপ্লবের সূচনা”

নরওয়ের উচ্চ মূল্যস্তরের বাজারে যেখানে খাদ্যপণ্যও বেশ ব্যয়বহুল, সেখানে একজন তরুণ ফুটবলারের জন্য এমন পুরস্কার শুধু দারুণ কার্যকর নয়, বরং ভীষণ অর্থবহও। ক্লাব কর্তৃপক্ষ জানায়, তারা এমন পুরস্কার বেছে নিয়েছে যা খেলোয়াড়দের বাস্তব জীবনে কাজে লাগে এবং পুষ্টিগুণে ভরপুর।

২১ বছর বয়সী লেফট-ব্যাক লাসে কভিগস্টাদ ম্যাচে একমাত্র গোলটি করে দলকে সম্মানজনক হার উপহার দেন। সেই পারফরম্যান্সের স্বীকৃতিতেই তাকে দেওয়া হয় এই ব্যতিক্রমধর্মী পুরস্কার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। একজন ফুটবল ভক্ত মন্তব্য করেন,

“নরওয়েতে এই উপহারগুলো যে দামি ও প্রয়োজনীয়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি হলেও এমন পুরস্কার নিতে রাজি থাকতাম!”
আরেকজন লেখেন,
“স্পনসরের লোগো লাগানো প্লাস্টিকের ট্রফির চেয়ে এটাই অনেক বেশি মূল্যবান!”

এর আগেও ব্রাইন এফকে ট্র্যাক্টর দিয়ে গ্যালারি বানিয়ে খবরের শিরোনামে এসেছিল। চলতি মৌসুমে প্রায় ২২ বছর পর নরওয়ের শীর্ষ লিগে ফিরে ক্লাবটি যেন একের পর এক চমক দিয়ে যাচ্ছে।

এই ক্লাবই আবার ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্দের প্রথম ক্লাব। ছোট শহর ব্রাইন, যার জনসংখ্যা মাত্র ১৩ হাজার, সেটিই এখন ব্যতিক্রমী উদ্যোগে পরিচিতি পাচ্ছে বিশ্বজুড়ে। শহরটি মূলত কৃষি-প্রধান এবং স্টাভেঞ্জার শহর থেকে মাত্র আধঘণ্টার পথ।

খেলোয়াড়দের প্রতি এমন মানবিক ও বাস্তব সম্মত পুরস্কার দেওয়ার ঘটনা আন্তর্জাতিক ফুটবলে নজিরবিহীন নয়, তবে আধুনিক পেশাদার ফুটবলে তা আজকাল খুব কমই দেখা যায়। ব্রাইন এফকে-এর এই পদক্ষেপ সেই অভাব মেটানোর পাশাপাশি সমাজেও একটি ইতিবাচক বার্তা দিচ্ছে — খেলোয়াড়ের অবদান শুধু মাঠেই নয়, তার জীবনযাত্রাতেও প্রভাব ফেলে।

আরও পড়ুন :

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র লাস ভেগাসে, ডিসেম্বরের শুরুতেই অনুষ্ঠানের সম্ভাবনা

ভয়ংকর বোমা ‘গাজাপ’ তৈরি করল তুরস্ক, বিস্ফোরণে কাঁপবে শত্রুর ঘাঁটি

ad

আরও পড়ুন: