ফিরে দেখা ২০২৪ : ‘বিরাট’ জাদুতে ‘অক্ষর’ রচনায় ফাইনালে দুরন্ত জয় পেয়েছিল ভারত

সেদিন ‘বিরাট’ (Viraat Kohli)জাদুতে ‘অক্ষর’ রচনায় ফাইনালে দুরন্ত জয় পেয়েছিল ভারতl দীর্ঘ এক যুগের বেশি সময় পর ভারতীয় ক্রিকেট আন্তর্জাতিক আঙ্গিনায় সাফল্য পেয়ে ট্রফির খরা কাটিয়েছিল l টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বার্বাডোজে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল।