Breaking News

virat kohli

পারিশ্রমিকে কোহলি এখন আর ভারতের শীর্ষ ক্রিকেটার নন

তা যাই হোক, পারিশ্রমিকে কোহলি কিন্তু এখন আর ভারতের শীর্ষ ক্রিকেটার নন। আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড ২৭ কোটি দাম পাওয়ার পর কোহলিকে ছাড়িয়ে গেছেন ঋষভ পন্ত।

Virat kohli : %%title%% %%page%% %%sep%% %%sitename%%

virat kohli

শান্তিপ্রিয় রায়চৌধুরী : বিরাট কোহলি (virat kohli) শুধু ভারতীয়দের মধ্যেই নন, বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী। যুক্তরাষ্ট্রের আর্থিক ও বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট ‘বিজনেস ইনসাইডার’–এর হিসাব অনুযায়ী বর্তমানে কোহলির (virat kohli) সম্পদের পরিমাণ ৭৭৮ কোটি টাকা।

তা যাই হোক, পারিশ্রমিকে কোহলি (virat kohli) কিন্তু এখন আর ভারতের শীর্ষ ক্রিকেটার নন। আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড ২৭ কোটি দাম পাওয়ার পর কোহলিকে ছাড়িয়ে গেছেন ঋষভ পন্ত। একইভাবে নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ টাকা দাম পাওয়ার পর ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন শ্রেয়াস আইয়ার।

অথচ আইয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই। আর পন্ত আছেন ‘বি’ গ্রেডে। শীর্ষ দুই তারকা রোহিত–কোহলি আছেন ‘এ‍+’ গ্রেডে।

পন্ত বিসিসিআই থেকে বছরে ৩ কোটি টাকা বেতন পেয়ে থাকেন। আর এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাঁকে প্রতিবছর দেবে ২৭ কোটি টাকা। মোট (২৭+৩) ৩০ কোটি টাকা নিয়ে পন্ত এখন বিরাট কোহলিকে টেক্কা দিলেন। আর মোট ২৮(২১+৭) কোটি টাকা পারিশ্রমিক নিয়ে কোহলি নেমে গেলেন দুইয়ে। কোহলি বোর্ড থেকে পান ৭ কোটি টাকা আর ২১ কোটি টাকা দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
Also Read : https://cloudtv.news/2024/11/30/pankaj-dutta-passes-away-kunal-ghosh-devanshu-comments/

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) – https://x.com/cloudTV_NEWS
Web: https://www.cloudtv.news

ad

আরও পড়ুন: