Breaking News

ViratKohliRecord

ইংল্যান্ডে কোহলির যে রেকর্ড ভাঙা সহজ নয়,তবে নতুন যুগের সূচনাটা ভালোই হল

শুভমান গিলের নেতৃত্বে কোহলি-রোহিত-অশ্বিন-ছাড়া ভারতের টেস্ট দলে নতুন প্রজন্ম দুর্দান্ত সূচনা করল। লিডসে তিনটি সেঞ্চুরি, আর প্রশ্ন—কোহলির সেই ইংল্যান্ডের রেকর্ড কি এবার ভাঙবে?

ViratKohliRecord: New Era in Indian Cricket %%page%% %%sep%% %%sitename%%

ViratKohliRecord

শান্তিপ্রিয় রায় চৌধুরী : বিরাট কোহলি (ViratKohliRecord), রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন—তিন মহারথীর অবসরের পর, ভারতের টেস্ট ক্রিকেটে এক নতুন যুগের সূচনা। সেই সূচনার মঞ্চ এবার ইংল্যান্ডের মাঠ। শুভমান গিলের নেতৃত্বে একেবারে তরুণ দল নিয়ে শুরুতে ভয় ছিল, কিন্তু লিডস টেস্টেই তারা জানিয়ে দিল, “আমরাও পারি”।

শুক্রবার শুরু হওয়া লিডস টেস্টে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৭১ রান করে অলআউট, যা স্বাগতিক ইংল্যান্ডের জন্য একপ্রকার চমকই বলা চলে। বেন স্টোকসের ইংল্যান্ড দলে এতটা প্রতিরোধ আশা করেনি কেউ। কিন্তু নতুন প্রজন্ম নিজেদের জাত চিনিয়ে দিয়েছে প্রথম ম্যাচেই।

এক সময় ছিলেন খামারের কৃষক, এখন তিনি ভারতীয় ক্রিকেটে সুপারস্টার!

চার নম্বর সমাধানে কুম্বলের পরামর্শ: ফিরুক করুন নায়ার, বিরাটের জায়গা নিতে প্রস্তুত!

এই ম্যাচে তিনজন ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন। ওপেনার যশস্বী জয়সওয়াল ১০১, অধিনায়ক শুভমান গিল ১৪৭, এবং উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ ১৩৪ রানের অসাধারণ ইনিংস খেলেন।

এই একই মাঠে, ২০০২ সালে লিডস টেস্টে শচীন-সৌরভ-দ্রাবিড় করেছিলেন সেঞ্চুরি। সেই ঐতিহাসিক নজির আবার ফিরে এল এই তরুণ ভারতীয় দলের হাত ধরে।

তবে ইংল্যান্ডে বিরাট কোহলির এমন একটি রেকর্ড করে রেখেছেন যা শুধুমাত্র ভারতই নয়, এশিয়া মহাদেশে এখনও কেউ ভাঙতে পারেনি। এবার শুভমান গিল কি সেই রেকর্ড ভাঙতে পারবেন? কাজটা যদিও একেবারে সহজ হবে না।

তবে লিডসের এই সূচনার পর এখন বড় প্রশ্ন—বিরাট কোহলির ইংল্যান্ড রেকর্ড কি (ViratKohliRecord) এবার ভাঙতে চলেছে?

২০১৮ সালে কোহলি ইংল্যান্ড সফরে ৫৯৩ রান করেন, যার মধ্যে ছিল দুটো শতরান ও তিনটি হাফসেঞ্চুরি। এই রান তখন ছিল শুধু ভারতের নয়, সমগ্র এশিয়ার কোনও ক্যাপ্টেনের ইংল্যান্ডে করা সর্বোচ্চ রান।

এমনকি কোহলিই একমাত্র ভারতীয় অধিনায়ক, যিনি ইংল্যান্ডে তিনটি টেস্ট জয়ের নেতৃত্ব দিয়েছেন। সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব, যার নেতৃত্বে ভারত জিতেছিল দুটি টেস্ট ম্যাচ।

এখন প্রশ্ন উঠছে, শুভমান গিল কি পারবেন কোহলির সেই নজির ছাপিয়ে যেতে?
প্রথম ম্যাচেই ১৪৭ রান করে শুভমান বুঝিয়ে দিয়েছেন, তাঁর ব্যাটে সেই সম্ভাবনা রয়েছে। আর টেস্ট জয়ের প্রশ্নে, যদি দল অন্তত দুটি ম্যাচ জিতে নেয়, তাহলে শেষ ম্যাচে থাকবে ইতিহাস গড়ার হাতছানি।

নতুন এই দলটিকে নিয়ে ভরসা করছেন বিশ্লেষকরাও। কারণ জয়সওয়াল, শুভমান, পন্থের মতো তরুণ তারকারা ব্যাটে-গ্লাভসে-নেতৃত্বে ভারসাম্য রক্ষা করছেন।

রোহিত, কোহলি, অশ্বিনদের প্রস্থান মানে এক সোনালি অধ্যায়ের ইতি। কিন্তু ক্রিকেটে শূন্যস্থান দ্রুতই পূরণ হয়। আর এই দল জানিয়ে দিল, নতুন অধ্যায়ের শুরুটা হলো সাহসী, আত্মবিশ্বাসী ও সম্ভাবনায় ভরা।

আরও পড়ুন :

রোহিত-কোহলি-অশ্বিন না থাকলেও ভারতকে হালকাভাবে নিচ্ছেন না স্টোকস

মোহনবাগানে আসছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো, নীতিগত চুক্তিতে সম্মতি

ad

আরও পড়ুন: