Breaking News

WiaanMulder367

ইতিহাসের এক ধাপ আগে দাঁড়িয়ে থেমে গেলেন মুল্ডার—৩৬৭ রানে অপরাজিত থেকেও ছাড়লেন বিশ্বরেকর্ডের হাতছানি !

টেস্ট ক্রিকেটে প্রতিটি দেশের হয়ে কে সবচেয়ে বড় ইনিংস খেলেছেন? উইয়ান মুল্ডারের ৩৬৭* রানে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে লেখা হল নতুন অধ্যায়। লারার অমর ৪০০*, হেইডেনের বিস্ফোরক ৩৮০, আর শেবাগের ঝড়ো ৩১৯—সবচেয়ে বড় ইনিংসগুলোর ইতিহাসে এক নজরে দেখে নেওয়া যাক দেশভিত্তিক রেকর্ড।

WiaanMulder367: A Historic Cricketing Feat %%page%% %%sep%% %%sitename%%

WiaanMulder367

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিচ্ছেন মুল্ডার! বুলাওয়েতে জিম্বাবুয়ে বিপক্ষে তার খেলা দেখে (WiaanMulder367)  ঠিক এমনটাই মনে হচ্ছিল। তবে ইনিংস ঘোষণা না করলে তিনি যে এই রেকর্ডটা ঠিকই ভেঙে দিতেন, তা প্রায় নিশ্চিতই ছিল।

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৩৬৭ রানে অপরাজিত দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। তবে সব উত্তেজনায় জল ঢেলে দিলেন মুল্ডার নিজেই। লাঞ্চের পর দ্বিতীয় সেশনে মুল্ডারকে নয়, ব্যাটিংয়ে নামতে দেখা গেল জিম্বাবুয়ের দুই ওপেনারকে। নিজেকে ৩৬৭ রানে থামিয়েই যে ইনিংস ঘোষণা করে দিয়েছেন মুল্ডার।সবচেয়ে বড় রেকর্ড তাতে বেঁচে গেল। তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ৩৩৪ বল অপরাজিত ৩৬৭ রান করার পথে আরও অনেক রেকর্ডই ভেঙেছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।

সমুদ্রতলে মিলল ১.৪ লাখ বছরের পুরনো শহর, মানুষের পূর্বপুরুষের হাড়-জীবাশ্মে ভরপুর!

আইসিসি ক্রিকেটে আনছে বড় পরিবর্তন, টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই নতুন নিয়ম

মুল্ডারের এই ইনিংস টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ। আগের রেকর্ড হাশিম আমলার, ২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১। শুধু তাই নয়, টেস্টে দেশের বাইরে ব্যক্তিগত সর্বোচ্চ এটি। আগের রেকর্ড পাকিস্তানের হানিফ মোহাম্মদের। ১৯৫৮ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রান করেছিলেন তিনি। মুল্ডারের ৩৬৭ টেস্টে আফ্রিকা মহাদেশে প্রথম ট্রিপল সেঞ্চুরি। আফ্রিকায় আগের সর্বোচ্চ ২৭৫ রান, ১৯৯৯ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন।

টেস্ট ক্রিকেটে কোন দেশের কোন ক্রিকেটারের সর্বোচ্চ রান কত, সেটিই তুলে ধরা হলো প্রতিবেদনের বাকি অংশে।

টেস্ট ক্রিকেটে দেশের ভিত্তিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকা
( ৮ জুলাই, ২০২৫)

দেশ ক্রিকেটার রান প্রতিপক্ষ বছর মাঠ ️
ওয়েস্ট ইন্ডিজ ব্রায়ান লারা 400* ইংল্যান্ড 2004 অ্যান্টিগা
অস্ট্রেলিয়া ম্যাথিউ হেইডেন 380 জিম্বাবুয়ে 2003 পার্থ
শ্রীলঙ্কা মাহেলা জয়বর্ধনে 374 দক্ষিণ আফ্রিকা 2006 কলম্বো (SSC)
দক্ষিণ আফ্রিকা উইয়ান মুল্ডার 367* জিম্বাবুয়ে 2025 বুলাওয়ে
ইংল্যান্ড লিওনার্ড হাটন 364 অস্ট্রেলিয়া 1938 ওভাল
পাকিস্তান হানিফ মোহাম্মদ 337 ওয়েস্ট ইন্ডিজ 1958 ব্রিজটাউন
ভারত বীরেন্দ্র শেবাগ 319 দক্ষিণ আফ্রিকা 2008 চেন্নাই
নিউজিল্যান্ড ব্রেন্ডন ম্যাককালাম 302 ভারত 2014 ওয়েলিংটন
জিম্বাবুয়ে ডেভ হটন 266 শ্রীলঙ্কা 1994 বুলাওয়ে
আফগানিস্তান হাসমতউল্লাহ শহীদি 246 জিম্বাবুয়ে 2024 বুলাওয়ে
বাংলাদেশ মুশফিকুর রহিম 219 জিম্বাবুয়ে 2018 ঢাকা (মিরপুর)
আয়ারল্যান্ড কেভিন ও’ব্রায়ান 118 পাকিস্তান 2018 ডাবলিন

* অপরাজিত ইনিংস

বিশেষ তথ্য:

  • উইয়ান মুল্ডার তার ৩৬৭ রানের ইনিংসে ৩৩৪ বল খেলেন এবং ইনিংস ঘোষণায় নিজেই বিশ্ব রেকর্ড হাতছাড়া করেন।

  • ব্রায়ান লারা এখনও টেস্ট ইতিহাসের একমাত্র ব্যাটার যিনি ৪০০ রানের মাইলফলক ছুঁয়েছেন।

  • আফ্রিকা মহাদেশে এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি (মুল্ডার)।

আরও পড়ুন :

গিলের তীব্র জবাব: সাংবাদিককে রসিকতা করে ট্রল, এজবাস্টনে ঐতিহাসিক জয়ে উজ্জ্বল ভারতের অধিনায়ক

বাম শাসিত একমাত্র রাজ্য কেরল আমন্ত্রণ করেছিল ‘গুপ্তচর’ জ্যোতি মালহোত্রাকে পর্যটন প্রচারে, RTI-তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

ad

আরও পড়ুন: