ইতিহাসের এক ধাপ আগে দাঁড়িয়ে থেমে গেলেন মুল্ডার—৩৬৭ রানে অপরাজিত থেকেও ছাড়লেন বিশ্বরেকর্ডের হাতছানি !

টেস্ট ক্রিকেটে প্রতিটি দেশের হয়ে কে সবচেয়ে বড় ইনিংস খেলেছেন? উইয়ান মুল্ডারের ৩৬৭* রানে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে লেখা হল নতুন অধ্যায়। লারার অমর ৪০০*, হেইডেনের বিস্ফোরক ৩৮০, আর শেবাগের ঝড়ো ৩১৯—সবচেয়ে বড় ইনিংসগুলোর ইতিহাসে এক নজরে দেখে নেওয়া যাক দেশভিত্তিক রেকর্ড।