আইএসএলের ভবিষ্যৎ ঘিরে দুঃস্বপ্ন! এফএসডিএল-এআইএফএফ চুক্তি জট, বন্ধ হতে পারে লীগ?

আইএসএলের ভবিষ্যৎ ঝুলে আছে ফেডারেশন ও এফএসডিএলের নতুন চুক্তি ঘিরে টানাপোড়েনের উপর। ১৪ শতাংশ লভ্যাংশের দাবি মানতে নারাজ AIFF, আবার সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সংক্রান্ত নির্দেশে ফেডারেশন নতুন চুক্তিতে সই করতে পারছে না। ফলে ১৪ সেপ্টেম্বর নির্ধারিত লিগ শুরুর আগে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।