Oval Historic TestWin
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ওভাল টেস্টের শেষ দিন ছিল রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা। ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৪২ রান, হাতে ৬ উইকেট। সেখান থেকেই ঘটে গেল ইতিহাস! ক্রিকেটের ১৪৮ বছরের দীর্ঘ ইতিহাসে এমন অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য পরাজয়ের স্বাদ আগে পায়নি কোনো দল। এক ঐতিহাসিক ম্যাচে ভারত ঘুরে দাঁড়িয়ে ৪১ রানে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট জিতে নিল – এবং সঙ্গে তৈরি করল একগুচ্ছ রেকর্ড ও বিরল কীর্তি (Oval Historic TestWin)।
টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে কম রানে জয় এটি। এতদিন তাদের সবচেয়ে কম রানে জয় ছিল ১৩। ২০০৪ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচে চতুর্থ ইনিংসে ১০৭ রানের লক্ষ্য তাড়ায় ৯৩ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
তিনশ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ায় কোনো দলের ১০ রানের কম রানে হেরে যাওয়ার ঘটনা এটিই প্রথম। এক্ষেত্রে আগের সবচেয়ে কম রানে হারও ছিল ইংল্যান্ডের। ১০০ বছর আগে ১৯২৫ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭৫ রানের লক্ষ্য তাড়ায় ১১ রানে হেরেছিল তারা।
বুমরা জ্বলে উঠলে জয়, না হলে দুর্দশা! পরিসংখ্যানেই মিলছে ভারতের টেস্ট ভাগ্যের ছক
ওভালে ৬ উইকেট হাতে রেখে জয় থেকে ৪২ রান দূরে ছিল ইংল্যান্ড। তিনশ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ায় ৬ বা এর বেশি উইকেট হাতে রেখে ব্যবধান ৫০ রানের নিচে নামিয়ে এনে কোনো দলের টেস্ট হারের নজিরও এটিই প্রথম।
এক্ষেত্রে আগের সবচেয়ে কম রানের ব্যবধান ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২০০২ সালে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ৩১৩ রানের লক্ষ্য তাড়ায় ৬ উইকেট হাতে রেখে ৭৬ রান দরকার ছিল ক্যারিবিয়ানদের। কিন্তু ৪ উইকেটে ২৩৭ থেকে ২৭৫ রানে অলআউট হয়ে যায় তারা।
পঞ্চম উইকেট পতনের সময় ইংল্যান্ডের রান ছিল ৩৩২। প্রথম পাঁচ উইকেট জুটিতে এত রান করার পরও টেস্ট হারের নজির আছে আর কেবল একটিই, সেটাও ইংল্যান্ডের। ১৯৭৭ সালের অ্যাশেজে মেলবোর্নে ৪৬৩ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ৩৪৬ রান ছিল তাদের, তবু ম্যাচ হেরেছিল তারা ৪৫ রানে।
প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন সিরাজ। দুই ইনিংসেই ৪টি করে উইকেটের দেখা পান প্রাসিধ। টেস্টের দুই ইনিংসেই চার বা এর বেশি করে উইকেট পাওয়া দ্বিতীয় ভারতীয় বোলিং জুটি তারা। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই স্বাদ পেয়েছিলেন দুই স্পিনার বিষেণ সিং বেদি ও এরাপাল্লি প্রাসান্না।
এই সিরিজে ৫ টেস্টের সবগুলো খেলে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেন সিরাজ। ইংল্যান্ডে এক সিরিজে কোনো ভারতীয় বোলারের যা যৌথভাবে সর্বোচ্চ। ২০২১-২২ সিরিজে ২৩ উইকেট নিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ।
রান তাড়ায় চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন জো রুট ও হ্যারি ব্রুক। হারা টেস্টে চতুর্থ ইনিংসে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। এক্ষেত্রে সর্বোচ্চ জুটি ২০১৮ সালে ওভালেই ভারতের লোকেশ রাহুল ও রিশাভ পান্তের ২০৪।
চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার পরও হেরে যাওয়া সপ্তম যুগল রুট ও ব্রুক। তাদের আগে সবশেষ এমন স্বাদ পেয়েছিলেন ২০১৮ সালে ওভালের ওই ম্যাচে রাহুল ও পান্ত যুগল।
আরও পড়ুন :
ঋদ্ধিমান সাহা শুরু করলেন বাংলার অনূর্ধ্ব-২৩ দলের কোচিংয়ের নতুন অধ্যায়
লর্ডস থেকে ওভাল: সিরাজের বিস্ময়কর প্রত্যাবর্তন, পরাজিত ব্রিটিশ। ওভাল যেন পলাশী 2.0