Breaking News

JeetInBollywood

Jeet:”বাংলায় কাজ করাটাই আমার জন্য বেশি চ্যালেঞ্জিং।”এ কথা কেনো বললেন সুপারস্টার জিৎ?

এই পথ চলায় তাঁর সঙ্গী হলেন বাংলা সিনেমার আর এক স্তম্ভ—প্রসেনজিত চট্টোপাধ্যায়

JeetInBollywood: A New Chapter Begins %%page%% %%sep%% %%sitename%%

JeetInBollywood

ক্লাউড টিভি ডেস্ক : জিৎ—যিনি ‘সাথী’ ছবি দিয়ে টলিউডে পা রেখেছিলেন, সেই ছবি দিয়েই প্রথম ঝড় তোলে বক্স অফিস। এরপর কেরিয়ারে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি—‘শুভদৃষ্টি’, ‘আওয়ারা’, ‘জোশ’, ‘দুই পৃথিবী’, ‘বস’—তালিকা দীর্ঘ। টানা ২২ বছরেরও বেশি সময় বাংলা ইন্ডাস্ট্রিতে কাটিয়ে অবশেষে তিনি পা রাখলেন হিন্দি বিনোদনের দুনিয়ায়। তবে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেই তাঁর বলিউড (JeetInBollywood) যাত্রার শুরু।

জিৎ সম্প্রতি ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর মাধ্যমে হিন্দি ভাষায় কাজ করলেন প্রথমবার। এই সিরিজটি নিয়ে এবং তাঁর অভিজ্ঞতা নিয়ে তিনি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন হিন্দুস্তান টাইমস-এর কাছে। সেখানেই উঠে এসেছে একাধিক বিষয়ের কথা।

‘Kesari Chapter 2’: ঐতিহাসিক লড়াইয়ের গল্প নিয়ে ফিরছেন অক্ষয় কুমার!মুক্তির নতুন তারিখ ঘোষণা

দর্জির দোকান কিংবা ছোটখাটো বস্ত্র নির্মাণ কারখানার পরিত্যক্ত ছাট কাপড় দিয়ে তৈরি হচ্ছে তুলো এবং কাগজ, নদীয়ার শান্তিপুরে ব্যতিক্রমী কর্মসংস্থান

জিৎ জানালেন, “এতগুলো বছর হিন্দি ইন্ডাস্ট্রির (JeetInBollywood) কেউ আমার কথা ভাবেনি। অথচ আমি তো হিন্দিভাষী ছেলে, সবসময় চেয়েছি এখানে কাজ করতে। অনেকেই আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে বহু কাজ করার পরও হিন্দিতে ঠিকভাবে কথা বলতে পারেন না। কিন্তু এটা আমার ইউএসপি—আমি হিন্দিতে অনায়াসে ভাবতে পারি, বলতে পারি। বরং বাংলায় কাজ করাটাই আমার জন্য বেশি চ্যালেঞ্জিং।”

অর্থাৎ, জিৎ তাঁর হিন্দি ভাষার দক্ষতাকে নিজের আলাদা পরিচিতি হিসেবে তুলে ধরেছেন। টলিউডে সফল হওয়া সত্ত্বেও তাঁর মধ্যে সবসময় একটা চাওয়া ছিল বলিউডে জায়গা করে নেওয়ার।

আর এই পথ চলায় তাঁর সঙ্গী হলেন বাংলা সিনেমার আর এক স্তম্ভ—প্রসেনজিত চট্টোপাধ্যায়। এই সিরিজে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তাঁরা। কিন্তু সেটা মোটেও ‘প্রথমবার’ মনে হয়নি তাঁদের কাছে।

জিৎ (JeetInBollywood) বলেন, “আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি। অনেকবার একসঙ্গে বসে আড্ডা দিয়েছি, ইন্ডাস্ট্রির ভালোমন্দ নিয়ে আলোচনা করেছি। কাজ শুরু করার পরও একটিবারের জন্যও মনে হয়নি এটা আমাদের প্রথম প্রজেক্ট একসঙ্গে। আমাদের বোঝাপড়া বরাবরই দারুণ। সেটা পর্দায়ও স্পষ্ট হবে।”

তিনি আরও জানান, এই কাজ তাঁদের জন্য একটা গর্বের ব্যাপার, কারণ তাঁরা একসঙ্গে বাংলা কনটেন্টকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার কাজ করছেন। হিন্দি প্ল্যাটফর্মে বাংলার গল্পকে নিয়ে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন তাঁরা।

জিৎ-এর এই অভিষেকের মধ্য দিয়ে শুধু তাঁর কেরিয়ারেই নয়, বাংলা ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও এক নতুন পদক্ষেপ দেখা যাচ্ছে। আঞ্চলিক কনটেন্ট এখন আর শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং তা পৌঁছে যাচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক দর্শকদের কাছেও।

জিৎ-এর এই নতুন যাত্রা (JeetInBollywood) অনেক তরুণ শিল্পীর কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

 

আরও পড়ুন :

ফিগো-রোনালদোদের খুঁজে বের করা অরেলিও আর নেই

গরমে সুস্থ রাখতে যেসব ফল খাবেন

Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7

ad

আরও পড়ুন: