MadamN ISI SpyRing
ক্লাউড টিভি ডেস্ক: ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্প্রতি একটি বড় ‘স্লিপার সেল’ চক্রের সন্ধান পেয়েছে—যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লাহোরের একজন অভিনেত্রী, যিনি সুকৌশলে ভারতীয় ইনফ্লুয়েন্সারদের দলে ভেড়াচ্ছেন পাকিস্তানের ISI-র স্বার্থে। নোশাবা শহজাদ মসুুদ, লাহোরের ‘Jaiyana Travel and Tourism’-এর মালিক, যিনি ISI ও পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুক্ত। গোয়েন্দা সূত্রে জানা গেছে—তিনি ভারতীয় হিন্দু ও শিখ ইন্সফ্লুয়েন্সারদের লোভ দেখিয়ে টেস্ট/ট্যুরিজম ভিসা দিয়ে পরবর্তীতে তাদেরকে পাকিস্তান নিয়ে গিয়ে সেনা ও ISI-র সাথে পরিচয় করান।
‘Madam N’ কোডনামে পরিচিত নোশাবার সরাসরি যোগাযোগ ISI-এর সাথে রয়েছে। তিনি পাকিস্তান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (ভিসা) সুহাইল কামার, ট্রেড কাউন্সেলর উমার শেরিয়ার, এবং ISI এজেন্ট দানি (ইউসন‑উর‑রেহমান)—র সাথে ঘনিষ্ঠ ভাবে যুক্ত ।বিশেষ ডাকযোগে বা এক ফোন কলেই ভিসা মিলত আবেদনকারীদের; এমনকি ৬ মাসে তিনি প্রায় ২,৫০০ ভারতীয় এবং ১,৫০০ NRI-কে পাকিস্তানে যেতে সাহায্য করেছেন।
তদন্তে উঠে এসেছে, ISI-র দায়িত্বে তৈরি সম্প্রতি এই নিউ টাইপ স্লিপার সেল টিম—রাতের উত্তেজনা নয়, বরং দিনের আলোয় জনজীবন জুড়ে থাকা অদৃশ্য গুপ্তচর দল। গোয়েন্দাদের মতে—৫০০ জন ধাপে ধাপে তথ্য সরবরাহকারী হিসেবে প্রস্তুত হচ্ছেন ।‘Madam N’ বিশেষ করে কিছু প্রভাবশালী ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারদের আকৃষ্ট করেছেন – যেমন: Jyoti Malhotra। তাকে একাধিক সফরে ‘ফ্রেন্ডলি কোল্যাব’ ও সুন্দর যাত্রার প্রলোভনে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, পরে সে ISI-এর হাতে পড়ে হয়ে ওঠেন তথ্য সংগ্রহকারী ।
‘Madam N’ রেল পরিবহন ছাড়াও , ভারতীয়দের জন্যে এক ‘pilgrimage-commercial cartel’ গড়ে তুলেছেন—বিশেষ করে শিখ ও হিন্দু দর্শনার্থীদের ভিসার ব্যবস্থা করে দিয়ে যাতে বিপুল অতিরিক্ত অর্থ আদায় করা, যা শেষ পর্যন্ত ISI-র ছায়া যুদ্ধে ব্যবহার করা হয়।এক্ষেত্রে শিখ ও হিন্দু সম্প্রদায়ের ভ্রমণকারীরাও নিজের অজান্তেই অনেক স্পর্শকাতর তথ্য দিয়ে এসেছেন পাকিস্তানি গোয়েন্দাদের হাতে, নিরাপদ ছিল না তাদের ভ্রমণও ।
একদিকে Indian SIM কার্ড ও OTP ব্যবহার করে WhatsApp‑এর মাধ্যমে সংযোগ ও প্রোপাগান্ডা অপারেশন, অন্যাদিকে ‘Soft-power’ – আর তার আড়ালে ছড়িয়ে পড়া ‘Shadow-power’—’Madam N’ লোকদের যুক্ত করে ISI‑র প্রোপাগান্ডা ছড়িয়েছে বিশ্বের ডিজিটাল মাধ্যামে।
আরও পড়ুন :
কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ ও দুর্গম রেলসেতু জয়ের নেপথ্যে কে এই মাধবী লতা?