‘Madam N’—ISI-এর প্রভাব বিস্তারকারী রহস্যাময়ী নারী, যিনি প্রভাবশালী ভারতীয় ইনফ্লুয়েন্সারদের জড়িয়ে রাখছেন

ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতিতে গত এক মাসে ধরা পড়েছেন একের পর এক ‘গুপ্তচর’! এঁদের কেউ নেটপ্রভাবী, কেউ আবার সরকারি আধিকারিক। এঁরা সকলেই পাকিস্তানের কাছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য পাচার করতেন বলে অভিযোগ।