TrumpSatire HansalMehta
ক্লাউড টিভি ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পাওয়ার বাসনা আজকের নয়। ক্ষমতায় থাকাকালীনই বহুবার তিনি দাবি করেছেন, তাঁর আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যের জন্য তিনি একাধিক নোবেল পুরস্কারের যোগ্য।তবে এবার তাঁর এই দাবিকে সরাসরি ব্যঙ্গ করে বলিউড পরিচালক হনসল মেহতা (TrumpSatire HansalMehta) একটি তীব্র ও রসাত্মক মন্তব্য করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
সম্প্রতি এক বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন,
“কঙ্গো ও রুয়ান্ডার সমস্যার সমাধান করেছি, সার্বিয়া–কসোভো শান্তি ফিরিয়েছি, এমনকি ভারত–পাকিস্তানের মধ্যে বড় যুদ্ধ থামিয়েছি। আমার ৪-৫ বার শান্তিতে নোবেল পাওয়া উচিত।”
তিনি অভিযোগ করে বলেন,
“আমাকে নোবেল দেওয়া হবে না, কারণ ওটা শুধু উদারপন্থীদের দেওয়া হয়।”
ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই শুরু হয় নতুন আলোচনা, বিতর্ক এবং শেষ পর্যন্ত রসবোধসম্পন্ন ব্যঙ্গ।
এই প্রসঙ্গে বলিউডের খ্যাতনামা পরিচালক হানসল মেহতা টুইটারে লেখেন—
“যদি নোবেল দিয়ে দিলে উনি চুপ করে যান, তবে অবশ্যই দেওয়া হোক। এক অনর্গল বকতে থাকা মানুষটিকে থামাতে এই পুরস্কার একদমই ক্ষুদ্র বিনিয়োগ।”
এই ব্যঙ্গাত্মক মন্তব্যে (TrumpSatire HansalMehta) সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়। কেউ বলছেন, “এটাই বছরের সেরা রসিকতা”, কেউ বা বলছেন, “এমন একটা শান্তির পুরস্কার তো আমরাও দিতে রাজি!”
সামাজিক প্রতিক্রিয়া
✦ “হানসল মেহতা nailed it. Give Trump the Nobel just to mute him!”
✦ “Trump deserves a peace prize—for putting people in pieces with his tweets.”
✦ “Better to invest in duct tape than Nobel!”
অনেকেই ট্রাম্পের অতীত টুইট ও প্রেস কনফারেন্সের ‘রেকর্ড’ তুলে ধরে বলছেন— “শান্তি নয়, বিতর্ক তৈরি করাই তাঁর আসল কাজ।”
ইরান-মার্কিন সংঘাতের মধ্যে ট্রাম্পের ‘শান্তির নোবেল’ নিয়ে বিতর্ক, পাকিস্তানকে কটাক্ষ ওয়াইসির
মেয়াদ শেষ হওয়ার আগেই IMF থেকে সরিয়ে নেওয়া হলো ড. কৃষ্ণমূর্তি সুব্রামণিয়ানকে, পুরনো মন্তব্য ভাইরাল
এই প্রথম নয়, ট্রাম্প আগেও বহুবার প্রকাশ্যে বলেছেন তিনি নোবেল পাওয়ার যোগ্য।
তিনি বলেছেন—
বারাক ওবামা কোনো কাজ না করেই নোবেল পেয়ে গেছেন
অথচ তিনি বহু আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটালেও তাঁকে অগ্রাহ্য করা হচ্ছে
নোবেল কমিটি রাজনৈতিক পক্ষপাতিত্ব করে
এই মনোভাব আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়।
আরও পড়ুন :
কোথায় আছেন আয়াতুল্লাহ খামেনি? যুদ্ধের পর জনসমক্ষে অনুপস্থিত, জল্পনা তুঙ্গে
হাসিনার সেই ‘৪০০ কোটি টাকার পিয়ন’-এর ব্যাংক অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র ফ্রিজ করল আদালত