Breaking News

Iran Nuclear Site Attack

ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা, ট্রাম্প বললেন ‘Fordow নিশ্চিহ্ন’, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালালো ওয়াশিংটন। B-2 বোম্বার ও টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে Fordow, Natanz ও Isfahan কেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয়। ট্রাম্প বলেন, “Fordow নিশ্চিহ্ন।” ইরান প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। যুদ্ধের ভয়াবহতা ঘনীভূত হচ্ছে পশ্চিম এশিয়ায়।

Iran Nuclear Site Attack: A New Era in Warfare %%page%% %%sep%% %%sitename%%

Iran Nuclear Site Attack

ক্লাউড টিভি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার গভীর রাতে ইরানের তিনটি উচ্চ-সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে সরাসরি সামরিক হামলা চালিয়েছে (Iran Nuclear Site Attack)। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে এক টিভি বিবৃতিতে এই খবর নিশ্চিত করে বলেন, “Fordow সম্পূর্ণ নিশ্চিহ্ন।” বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ পশ্চিম এশিয়ায় যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

 

ad

আরও পড়ুন: