IranExecutions MossadInfiltration
ক্লাউড টিভি রিপোর্ট | তেহরান : ইজরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর ইরানে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। দেশের নিরাপত্তা ব্যবস্থায় ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনুপ্রবেশের অভিযোগে প্রতিদিনই গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের ঘটনা ঘটছে (IranExecutions MossadInfiltration)। পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছে ইরানি প্রশাসন।
ইরানি গোয়েন্দা সংস্থা এবং বিপ্লবী গার্ড বাহিনীর ভাষ্য অনুযায়ী, ইজরায়েলের হয়ে কাজ করা একাধিক অনুপ্রবেশকারী দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের তথ্য ফাঁস করেছে। যার জেরে বিপ্লবী গার্ডের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হত্যাসহ পরমাণু কর্মসূচির মূল ব্যক্তিদের টার্গেট করা সম্ভব হয়েছে বলে দাবি ইরানের।
ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা, ট্রাম্প বললেন ‘Fordow নিশ্চিহ্ন’, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
ইরান-ইসরায়েল যুদ্ধে ভারতের ‘কিন্তুর’ উঠে এল কেন? খোমেনির শিকড় খুঁজে পাওয়া গেল উত্তরপ্রদেশে
এই প্রেক্ষাপটে শুরু হয়েছে চিরুনি অভিযান। এরই মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে মোট ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বুধবার ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রথম দফায় যুদ্ধ চলাকালে তিনজন এবং যুদ্ধবিরতির একদিন পর আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইজরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে তথ্য আদান-প্রদান করছিলেন এবং রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত ছিলেন।
“ইরানের মাটিতে মোসাদের জাল বিস্তারের চেষ্টা ব্যর্থ হয়েছে। যারা দেশদ্রোহিতা করেছে, তাদের প্রতি কোনও সহানুভূতি দেখানো হবে না।”
— ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী
ইরান আরও দাবি করেছে, ইসরায়েলের পক্ষে কাজ করা অনেককে সামরিক পোশাকে বা সরকারি পদের আড়ালে লুকিয়ে থাকতে দেখা গেছে। অনেকের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।
ইরানের এ পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো এ মৃত্যুদণ্ডকে “দ্রুত বিচার ও রাজনৈতিক প্রতিহিংসা” হিসেবে দেখছে, যদিও ইরান বলছে—এটি কেবল নিরাপত্তা রক্ষার জন্যই করা হয়েছে।
আরও পড়ুন :
“যদি নোবেল দিলে উনি চুপ থাকেন, তবে তা দেওয়া হোক”— ট্রাম্পকে ব্যঙ্গ করে টুইট চলচ্চিত্র পরিচালকের!