Breaking News

WW2 Anniversary

দুই বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা করলেন ট্রাম্প

১১ নভেম্বর ও ৮ মে—এই দুইদিনকে মার্কিন বিজয় দিবস হিসেবে পালন করার প্রস্তাব ট্রুথ সোশ্যালে

WW2 Anniversary: Remembering Historic Victories %%page%% %%sep%% %%sitename%%

WW2 Anniversary

৭ মে ২০২৫ (ক্লাউড টিভি): মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অবদানকে স্মরণ করে দু’দিন জাতীয় ছুটির (WW2 Anniversary) ঘোষণা দিয়েছেন। সোমবার (৫ মে), নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ঘোষণায় তিনি জানান, ১১ নভেম্বর (প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি) এবং ৮ মে (দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় বিজয়ের দিন) এবার থেকে যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবে উদযাপিত হবে। তবে ছুটির দিনগুলোতে অফিস-আদালতসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ট্রাম্প লেখেন, “যদি মার্কিন যুক্তরাষ্ট্র না থাকত, তাহলে হয়তো যুদ্ধের ফলাফল অন্যরকম হতো। আমরা এমন এক পৃথিবীতে বাস করতাম যা সম্পূর্ণ ভিন্ন হতো। তাই এই বিজয়ের (WW2 Anniversary) স্মরণে আমি জাতীয় ছুটি ঘোষণা করছি।”

China Dark Factory: কমিউনিস্ট চিনে এবার শ্রমিক ছাড়া আস্ত কারখানা, প্রমাদ গুনছে বিশ্ব

ISL : এবারের ইন্ডিয়ান সুপার লিগ থেকে যারা উঠে এলেন

এদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় অবসানের ৮০ বছর পূর্তিতে যুক্তরাজ্যে শুরু হয়েছে চার দিনব্যাপী স্মরণানুষ্ঠান। সোমবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে ঐতিহাসিক বিজয় উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং হাজারো মানুষ সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং ইউক্রেনের কিছু সেনাসদস্য অংশ নেন।

বিখ্যাত ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল অনুষ্ঠানে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ১৯৪৫ সালের বিজয় ভাষণের অংশ পাঠ করেন। তার কণ্ঠে শোনা যায়, “সহিংসতা ও স্বেচ্ছাচারের কাছে নত হয়ো না, প্রয়োজনে মৃত্যুবরণ করো, তবু পরাভব মেনো না।”

রাজপরিবারের ঐতিহ্যবাহী ব্যালকনি উপস্থিতি এবং ঐতিহাসিক ভাষণের পুনঃপ্রচার অনুষ্ঠানটিকে (WW2 Anniversary) একটি আবেগঘন ও ঐতিহাসিক মাত্রা দেয়। যুক্তরাজ্যজুড়ে স্থানীয় পর্যায়ে স্কুল, জাদুঘর এবং সামরিক ক্যাম্পগুলোতেও নানা ধরণের কর্মসূচি পালিত হচ্ছে।

বিশ্বজুড়ে শান্তি, গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এককাট্টা থাকার বার্তা দিয়ে এই আয়োজনে স্মরণ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মত্যাগকারী লাখো সৈন্য এবং নিরীহ নাগরিকদের।

#VictoryDay #TrumpDeclaration #WW2Anniversary #ChurchillSpeech

আরও পড়ুন :

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে ভারত তাদের ভূখণ্ডে ভাওয়ালপুর, কোতলি এবং মুজফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অপারেশন সিন্দুর: যৌথ সামরিক অভিযানে পহলগামে জইশ-ই-মোহাম্মদের ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাব

ad

আরও পড়ুন: