MilkForGaza
ক্লাউড টিভি ডেস্ক : গাজা উপত্যকায় ইজরায়েলি সামরিক আগ্রাসন চলতে থাকলেও, এক নীরব ও ভয়াবহ মানবিক সংকট নতুন করে ঘিরে ধরেছে ফিলিস্তিনিদের—তা হলো ক্ষুধা ও অপুষ্টিজনিত মৃত্যু।বোমা কিংবা গুলির আঘাতে নয়, শিশুদের মৃত্যুর মিছিল বাড়ছে এখন খাদ্যের অভাবে, দুধের অভাবে। চিকিৎসা, ওষুধ, সেবার অভাবেও মুখ থুবড়ে পড়েছে গোটা স্বাস্থ্যব্যবস্থা।
গাজার আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র খালিল আল-দাকরান জানিয়েছেন, “গাজায় শিশুদের জন্য দুধের একটি টিনও নেই। অন্তত ৬০ হাজার শিশু বর্তমানে মারাত্মক অপুষ্টিতে ভুগছে।” গত কয়েক সপ্তাহে অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইউনিসেফ জানিয়েছে, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কমপক্ষে ৫,০০০ শিশু তীব্র অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৬৬ জন শিশু ইতিমধ্যেই মারা গেছে—শুধু খাবারের অভাবে।
বিশ্বে ১ কোটি ৩৩ লাখ শিশু শরণার্থী: গৃহযুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের গল্প
ইজরায়েলি আগ্রাসনে গাজার শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে: স্কুলছুট প্রায় ৮ লাখ শিক্ষার্থী
ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণে গাজার বেশিরভাগ হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। ব্রিটেন থেকে আসা স্বেচ্ছাসেবক নার্স হ্যানা গ্রেস প্যান জানিয়েছেন, “হাসপাতালগুলো পুরোপুরি অচল। বিস্ফোরণে পুড়ে যাওয়া বা অঙ্গহানির শিকার বহু শিশু রোগী যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু একফোঁটা ব্যথানাশক ওষুধও নেই।”
সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, ইজরায়েলকে অবিলম্বে সব প্রবেশপথ খুলে দিয়ে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রবেশের সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, গাজার খাদ্য, ওষুধ ও জ্বালানির প্রবেশাধিকারে ইজরায়েলের বাধা মানবিক সংকটকে চরমে পৌঁছে দিচ্ছে।
এই সংকটের মাঝেই মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, “গাজার পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত উদ্বিগ্ন। তিনি দখলদার ইজরায়েলর বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ চান।”
ট্রাম্প নিজেও জানিয়েছেন, “আগামী সপ্তাহের যেকোনো সময় গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে।”
বিশ্লেষকরা বলছেন, ক্ষুধা ও খাদ্য আটকে রাখা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ। দুধ, ওষুধ, খাদ্য ইচ্ছাকৃতভাবে আটকে রেখে শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ‘ক্ষুধার অস্ত্র’ ব্যবহারের সামিল।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বারবার ত্রাণ প্রবেশাধিকার চাইলেও, ইসরাইল এখনো ব্যাপকভাবে প্রবেশ পথ বন্ধ রেখেছে।
আরও পড়ুন :
কারাবন্দিদের তালিকা বিনিময় করল পাকিস্তান ও ভারত: কূটনৈতিক যোগাযোগে বার্ষিক প্রক্রিয়া
টালিপাড়ায় ফের বিচ্ছেদ, ভেঙে যাচ্ছে সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর দাম্পত্য জীবন