India Hit Pakistan Nuclearbase
শান্তনু কর্মকার: ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়ল! সাংবাদিক সম্মেলনে এসে সেনাকর্তারা আগেই জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানের ২১টি টার্গেট গুঁড়িয়ে দিয়েছে ভারত, যার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটিও। পাকিস্তানও স্বীকার করেছে ১০ই মে তারিখে নুর খান বিমানবন্দরে হামলার কথা। তবে সেই এয়ারস্ট্রাইকের প্রভাব দেখা যাচ্ছে ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও। জানা গিয়েছে, ভারতের এয়ারস্ট্রাইকের পর বাতাসে তেজস্ক্রিয়তা (India Hit Pakistan Nuclearbase) খুঁজে পাওয়ার সম্ভাবনা জেগেছে নুর খান এয়ারবেস তথা কিরানা পাহাড় সংলগ্ন অঞ্চলে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নুর খান এয়ারবেস এবং কিরানা পাহাড় সংলগ্ন অঞ্চলে আক্রমণের পরই নড়েচড়ে বসে ইসলামাবাদ। এরপরই ভারতের কাছে আর্জি জানানো হয় সংঘর্ষবিরতির। ঘটনাচক্রে পাকিস্তানের এই বিমানঘাঁটির স্ট্র্যাটেজিক গুরুত্ব অপরিসীম কারন, এর পাশেই রয়েছে দেশটির নিউক্লিয়ার ফেসিলিটি। বিশেষজ্ঞদের একাংশের মতে, সেই পরমাণু শক্তিভাণ্ডারের কাছাকাছি বোমাবর্ষণ (India Hit Pakistan Nuclearbase) করার ফলেই এই অবস্থা কিরানা পাহাড়জুড়ে।
ঘটনার তদন্ত করতে রবিবার দুপুরে পাকিস্তানে হাজির হয় আমেরিকার নিউক্লিয়ার এনার্জি সাপোর্ট এয়ারক্রাফট(B-350 AMS)। বহু আগে থেকেই গোপনভাবে পাকিস্তানি পরমাণু ভাণ্ডারের রক্ষণাবেক্ষণে সাহায্য করছিল আমেরিকা। এবার ভারতের আঘাতে কতটা ক্ষতি হয়েছে পাকিস্তানের পরমাণু ভাণ্ডারের, তা খতিয়ে দেখতেই বিশেষ দল পাঠায় হোয়াইট হাউস।
(ref: https://www.nytimes.com/2007/11/18/washington/18nuke.html )
সন্দেহ আরও প্রবল হচ্ছে ভারতের এয়ারস্ট্রাইকের ঠিক পরপরই পাকিস্তানের মাটি কেঁপে ওঠায়। শনিবার সকাল ঠিক ১০টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে পাকিস্তানের মাটি। প্রাথমিকভাবে এটিকে প্রকৃতির রোষ বলে মনে হলেও প্রশ্ন উঠছে, তবে কি ভারতের ঘাতক এয়ারস্ট্রাইকের ফলেই তছনছ হয়েছে পাকিস্তানের পরমাণু ভাণ্ডার, কেঁপে উঠেছে মাটি? এখনও অবধি অবশ্য নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।
#IndiaPakistanConflict #OperationSindoor #NurKhanAirbase #NuclearSecurityThreat #BorderTensions #PakistanDefense #IndianAirStrikes #UNCallForPeace #SouthAsiaCrisis #GeopoliticalTensions
আরও পড়ুন :
মেয়াদ শেষ হওয়ার আগেই IMF থেকে সরিয়ে নেওয়া হলো ড. কৃষ্ণমূর্তি সুব্রামণিয়ানকে, পুরনো মন্তব্য ভাইরাল
বেসামরিক উড়োজাহাজকে শিখণ্ডী হিসেবে ব্যবহার করে ভারতের ওপর ড্রোন হামলা চালাল পাকিস্তান