Breaking News

Jaipur Stadium Threat

জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে বোমাতঙ্ক, চলছে তল্লাশি

জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে বোমা হামলার হুমকি ই-মেইল আসে

Jaipur's Sawai Mansingh Stadium gets bomb threat amid IPL 2025

Jaipur Stadium Threat

জয়পুর, ক্লাউড টিভি, ৮ মে ২০২৫ : কলকাতার ইডেন গার্ডেন্সে বোমাতঙ্কের ঠিক পরদিনই এবার একই আতঙ্ক ছড়িয়ে পড়ল জয়পুরে (Jaipur Stadium Threat)। বৃহস্পতিবার সকালে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়াম ঘিরে বোমা হামলার হুমকির ই-মেইল মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এই স্টেডিয়ামেই আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু খেলা হবে কি না, তা নিয়ে আপাতত অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকালেই রাজস্থান রাজ্য ক্রীড়া পরিষদের অফিসে আসে একটি সন্দেহজনক ই-মেইল, যাতে সোয়াই মান সিং স্টেডিয়াম উড়িয়ে (Jaipur Stadium Threat) দেওয়ার হুমকি দেওয়া হয়। মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় পুলিশকে।

পহেলগাম কান্ড : উত্তপ্ত ভারত -পাকিস্তান ক্রিকেট

আদিয়ালা জেলে ইমরান খানের ওপর যৌন নির্যাতনের অভিযোগ: রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও সন্ত্রাস দমন শাখার (ATS) সদস্যরা। স্টেডিয়াম পুরোপুরি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি।

স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি, ভিআইপি বক্স, ড্রেসিং রুম ও মিডিয়া সেন্টার খুঁটিয়ে খোঁজা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

স্টেডিয়াম ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। অতিরিক্ত মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছেন জয়পুর পুলিশ কমিশনারেটের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, অ্যাডিশনাল পুলিশ কমিশনার কুনওয়ার রাষ্ট্রদীপ এবং ডিসিপি (সাউথ) দিগন্ত আনন্দ।

পুলিশ জানিয়েছে, পুরো স্টেডিয়াম সিল করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় দফায় তল্লাশি চলছে। এছাড়া হুমকি মেল কোথা থেকে এসেছে তা জানতে সাইবার সেল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

এই অবস্থায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে দ্বিধা। বিসিসিআই এবং রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

যদিও এখন পর্যন্ত খেলা বাতিল বা স্থানান্তরের কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আয়োজকরা।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সেও ঠিক একই ধরনের হুমকি মেল আসে। তখন চলছিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ। সেই সময়ও ব্যাপক নিরাপত্তা তৎপরতা গড়ে তোলা হয়, যদিও শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক মেলেনি।

জয়পুরের ঘটনার সঙ্গে কলকাতার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমন হুমকির পেছনে কোনো সংগঠিত চক্রান্ত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

জয়পুর পুলিশের একজন কর্মকর্তা জানান,

“আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উপস্থিত থাকবেন। তাই যতক্ষণ না নিশ্চিত হচ্ছি, ততক্ষণ তল্লাশি চলবে।”

এছাড়া ম্যাচের নিরাপত্তার জন্য অতিরিক্ত স্নাইপার, নজরদারি ড্রোন এবং চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#JaipurStadiumThreat #IPL2025Security #BombScare #SawaiMansinghStadium #CricketUnderThreat
#PoliceSearch #MatchSecurity #BCCIAlert #JaipurNews #IPLSecurityUpdate

আরও পড়ুন :

প্রথম দফায় পোপ নির্বাচিত হয়নি, আজ আবার নির্বাচন

ভারত-পাকিস্তানের সংঘাত, ক্ষতির মুখে পড়বে এশিয়ার ক্রিকেট, এমনকি বিশ্ব ক্রিকেটও

ad

আরও পড়ুন: