Breaking News

IndiaPakistanTensions AsiaCup2025

ভারত-পাকিস্তানের সংঘাত, ক্ষতির মুখে পড়বে এশিয়ার ক্রিকেট, এমনকি বিশ্ব ক্রিকেটও

বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচের আয় ও দর্শক উপস্থিতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা

IndiaPakistanTensions AsiaCup2025 and Cricket Impact %%page%% %%sep%% %%sitename%%

IndiaPakistanTensions AsiaCup2025

শান্তিপ্রিয় রায়চৌধুরী: রাজনৈতিক বৈরিতার কারণে এমনিতেই দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না ভারত-পাকিস্তান (IndiaPakistanTensions AsiaCup2025)। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান, তবে ভারত সেখানে না গিয়ে দুবাইয়ের মাঠেই খেলেছে তাদের সবগুলো ম্যাচ। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে সংঘাতে জড়িয়েছে দুই দেশ। নিশ্চিতভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সংঘাতের প্রভাব পড়তে যাচ্ছে ক্রীড়াঙ্গনেও।

কিছু দিন আগে কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। এ ঘটনায় ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ক্ষতির মুখে পড়তে পারে এশিয়ার ক্রিকেট। আর এভাবে চলতে থাকলে এর প্রভাব পড়তে পারে বিশ্ব ক্রিকেটেও।

ভারতের ক্রিকেট ইতিহাসে ১৮৩ সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা

বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

এর মধ্যে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের বিপক্ষে আর কখনোই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা। রাজনৈতিক বৈরিতার কারণে ২০১২ সালের পর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়নি ভারত ও পাকিস্তান। তারপর থেকে এই দেশের লড়াই কেবল আইসিসির ইভেন্টগুলোতেই সীমাবদ্ধ।

এ বছরের শেষদিকে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ। তবে দুই দেশের ঙ সংঘাতের কারণে স্থগিত হতে পারে এশিয়া কাপ।
তবে এখনও পর্যন্ত এশিয়া কাপ আয়োজন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, উপযুক্ত সময়ে এনিয়ে তাদের অবস্থান জানাবে।

ভারতে চলছে আইপিএল, আর পাকিস্তানে চলছে পিএসএল। দুই দেশের এই সংঘাতকে (IndiaPakistanTensions AsiaCup2025) কেন্দ্র করে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা চালিয়ে নিয়ে যাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার কারণেই এমন প্রশ্ন উঠেছে।

এদিকে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। ইতোমধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচিও ঘোষণা করেছে বিসিবি। তবে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণে এই দুই দেশের সিরিজও পড়েছে অনিশ্চয়তার মুখে।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে মহিলা ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টে এবার অংশ নেবে ৮টি দল। বাংলাদেশ-পাকিস্তানও জায়গা করে নিয়েছে এই বিশ্বকাপে। তবে ভারতের মাটিতে মহিলা ওয়ানডে বিশ্বকাপ আয়োজন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

স্বাভাবিকভাবেই ভারত-পাকিস্তানের সংঘাত যত বাড়বে, ততই ক্ষতির মুখে পড়বে এশিয়ার ক্রিকেট। এমনকি এর প্রভাব পড়তে পারে বিশ্ব ক্রিকেটেও।

#IndiaPakistanTensions #CricketRelations #AsiaCup2025 #NeutralVenueMatches #CricketImpact #BangladeshCricket #GautamGambhir #PCBChallenges #CricketDiplomacy #SportsAndPolitics

আরও পড়ুন :

ভারত-পাকিস্তান উত্তেজনা: আন্তর্জাতিক প্রতিক্রিয়া

থামলেন রোহিত শর্মা , ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন

ad

আরও পড়ুন: