shahid afridi victory rally
১৩ মে ২০২৫ (ক্লাউড টিভি) :পাক-ভারত সীমান্ত উত্তেজনা ঘিরে একাধিক সামরিক হামলার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, এই অস্থিরতা ঘিরে চলছে কূটনৈতিক এবং রাজনৈতিক মন্তব্য। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদি (shahid afridi victory rally)। করাচিতে ‘ইয়ুম-ই-তাশাকুর’ বা কৃতজ্ঞতা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল।”
পহেলগামে ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। সামরিক উত্তেজনা একপর্যায়ে ভয়াবহ রূপ নিলেও, বর্তমানে দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই যুদ্ধের সময় ভারতীয় বাহিনীর ভূমিকা নিয়ে আফ্রিদির কড়া সমালোচনা (shahid afridi victory rally) শোনা গেছে।
৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ: পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবাও স্থগিত করল ভারত
আফ্রিদি বলেন, “তারা আমাদের শিশুদের শহিদ করেছে, বেসামরিক এলাকা এবং মসজিদগুলিকে লক্ষ্যবস্তু করেছে। আমরা শান্তিপ্রিয়, কিন্তু এই ধরনের আগ্রাসনের মুখে আমরা চুপ থাকব না।” তিনি পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত ও ‘সঠিক’ প্রতিক্রিয়ার প্রশংসা করেন এবং বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা অটুট। আমাদের বাহিনী যথাযথ জবাব দিয়েছে।”
তিনি ভারতীয় সেনাবাহিনীকে ‘অক্ষম’ বলে আখ্যায়িত করেন, যারা নিজের দেশের নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন। পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে আফ্রিদি ভারতকে প্রমাণ হাজির করার আহ্বান জানিয়েছেন।
আফ্রিদির এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক পরিসরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আফ্রিদির প্রকাশ্য সমর্থন ও ভারতের সমালোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
#IndiaPakistanTension #ShahidAfridi #KashmirConflict #ModiVsPakArmy
আরও পড়ুন :
মোদীর কড়া বার্তা পাকিস্তানকে: “রক্ত ও জল একসাথে প্রবাহিত হতে পারে না”
যুদ্ধবিরতির পরও আশঙ্কায় ভুগছেন কাশ্মীরবাসী, বাংকারে রসদ রেখে ঘরে ফেরা