Breaking News

Heatwave India

তীব্র গরমের আশঙ্কা থাকলেও কালবৈশাখীতে মিলবে স্বস্তি: মে মাসের তাপপ্রবাহ নিয়ে মৌসম ভবনের পূর্বাভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ১–৪ দিনের তাপপ্রবাহ চলতে পারে

Heatwave India: Weather Forecast for May 2025 %%page%% %%sep%% %%sitename%%

Heatwave India

নয়াদিল্লি, ২ মে ২০২৫ (ক্লাউড টিভি): চলতি বছরের মে মাসেও গরম থাকবে তীব্র, তবে আশার কথা—একটানা তাপপ্রবাহে (Heatwave India) পুড়তে হবে না দেশবাসীকে। কারণ, মাস জুড়েই বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর, মৌসম ভবন।

মৌসম ভবনের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র এক প্রেস বিবৃতিতে জানান, মে মাসে স্বাভাবিকের তুলনায় গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। তবে চলতি মাসে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ (Heatwave India) চলার সম্ভাবনা কম। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্বাঞ্চলে গরমের প্রকোপ বেশি থাকলেও মাঝে মাঝেই ঝড়বৃষ্টি তাপমাত্রা কমিয়ে দেবে।

তিনি জানান, সাধারণত মে মাসে দেশে ১–৩ দিনের তাপপ্রবাহ দেখা যায়। এবার তা বাড়িয়ে ১–৪ দিন পর্যন্ত হতে পারে। তবে গত বছরের মতো টানা ১০–২০ দিনের তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

তবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। কারণ গ্রীষ্মের এই মাসে সূর্যের তেজ খুব বেশি থাকায় দুপুরের দিকে রোদের তাপ শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যাঁরা বাইরে কাজ করেন, তাঁদের জন্য ঝুঁকি বেশি।

ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা—এই রাজ্যগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকবে।

তবে মে মাসে ঘন ঘন ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায়, তাপমাত্রা কয়েকদিনের ব্যবধানে বাড়া-কমার মধ্যে থাকবে। ফলে গ্রীষ্মের তাপ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ মানুষের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জুনের শুরুতেই কেরালায় পৌঁছতে পারে, তার আগেই মে মাসে প্রাক-মৌসুমি বৃষ্টি দেশের নানা প্রান্তে শুরু হবে।

২৮ বছর পর বৈশাখে ‘শীতল’ রাত! কলকাতায় তাপমাত্রা কমল ২০ ডিগ্রি, চমকে দিল আবহাওয়া

টানা ১৯ দিন একাধিক ট্রেন বাতিল সমস্যায় যাত্রীরা

আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মের আচরণেও দেখা যাচ্ছে পরিবর্তন। কোনও বছর দেখা যায় টানা তাপপ্রবাহ, আবার কোনো বছর ঘন ঘন বজ্রঝড় ও অকালবৃষ্টি। এবছর সেই দ্বিতীয় চিত্রটাই বেশি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

সরকারের তরফে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যকে তাপপ্রবাহ (Heatwave India) সংক্রান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, বিদ্যুৎ সরবরাহ ও পানীয়জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

সাধারণ মানুষকে দিনের গরমের সময় বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত জলপান, হালকা পোশাক পরা ও ছায়াযুক্ত স্থানে অবস্থান করার কথাও বলা হয়েছে।

সব মিলিয়ে বলা যায়, গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে মে মাসের বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। তবে সতর্কতা অবলম্বনই হতে পারে সুরক্ষার প্রথম শর্ত।

#তাপপ্রবাহ২০২৫ #মৌসমভবনপূর্বাভাস #মে’তে_গরম_ও_বৃষ্টি #HeatwaveIndia

আরও পড়ুন :

‘চম্পক’ নাম নিয়ে বিতর্ক: বিসিসিআইয়ের বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের মামলা, ৯ জুলাই শুনানি

ছায়া কদমের বিরল বন্যপ্রাণী ভক্ষণ: সাফল্যের শিখরেই আইনি বিপদে ‘লাপতা লেডিস’ খ্যাত অভিনেত্রী

ad

আরও পড়ুন: