BSFIncident Shamsherganj
মুর্শিদাবাদ। ১৫ জুন : শনিবার রাত সাড়ে দশটা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান এলাকার পাহারঘাটি চৌকিতে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। ডিউটিরত অবস্থায় নিজেদের মধ্যেই কথা কাটাকাটি এবং হাতাহাতির জেরে গুলিবিদ্ধ হন এক বিএসএফ জওয়ান (BSFIncident Shamsherganj)।
গুলিবিদ্ধ ওই জওয়ানের নাম রারতাম সিং। তাঁকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। তাঁরা পুরো এলাকা ঘিরে ফেলে প্রাথমিক তদন্ত শুরু করে। পাশাপাশি বিএসএফের উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’: বাম আমলের শিক্ষা দুর্নীতি আর মনীষা অন্তর্ধান এবার রূপালি পর্দায়
১৪.৯২ গড়ে ৭১ উইকেট—বুমরার মতো বোলার ক্রিকেট দৃশ্য দেখেনি অনেকদিন
জঙ্গিপুর জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই ঘটনার পিছনে বাহিনীর অভ্যন্তরীণ বিবাদ রয়েছে। বিএসএফ নিজস্বভাবে বিষয়টি তদন্ত করছে, আমরাও আইন অনুযায়ী সহায়তা করছি।”
তবে ঠিক কী কারণে এই বিবাদ ও গুলি চালনার ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংশ্লিষ্ট ডিউটিতে থাকা অন্যান্য জওয়ানদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি বিএসএফ জওয়ানদের মধ্যকার ব্যক্তিগত ঝামেলা থেকে সৃষ্টি হওয়া ঘটনা। জঙ্গিপুর জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “ঘটনাটি সত্যি। নিজেদের মধ্যেই গণ্ডগোল হয়েছিল, যার জেরে এই গুলিচালনা।” তবে গুলি কে চালিয়েছে, কী কারণে এতটা উত্তেজনা তৈরি হয়েছিল—তা নিয়ে এখনও তদন্ত চলছে।
এমন ঘটনা সচরাচর শোনা যায় না এই এলাকায়। সীমান্তবর্তী হলেও ধুলিয়ান মূলত শান্তিপূর্ণ অঞ্চলের তালিকায় পড়ে। কিন্তু জওয়ানদের নিজেদের মধ্যে এমন গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। রাতের দিকে গুলির শব্দ শুনে অনেকে ভেবেছিলেন সীমান্তে অনুপ্রবেশ বা চোরাচালান রুখতে বিএসএফ গুলি চালিয়েছে। কিন্তু পরে জানা যায়, এটি বাহিনীর অভ্যন্তরীণ বিষয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “আমরা প্রথমে বুঝতেই পারিনি কী হয়েছে। পরে যখন শুনি বিএসএফের একজন গুলিবিদ্ধ হয়েছেন, তখন তো ভয়েই কেঁপে উঠি।”
এই ঘটনায় বিএসএফের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি। তবে সূত্র মারফত জানা গেছে, অভিযুক্ত জওয়ানদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং নিয়মমাফিক অভ্যন্তরীণ তদন্তও চলবে।
আরও পড়ুন :
৬৪ বছর পর উত্তরবঙ্গের দিকে ট্রেন চলাচল শুরু, রানাঘাট থেকে হামসফর এক্সপ্রেসে ইতিহাসের পুনর্জন্ম
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যু, উত্তেজনা এলাকাজুড়ে