Breaking News

আলিপুর চিড়িয়াখানা বাঘিনীর মৃত্যু

২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু, চাঞ্চল্য

আলিপুর চিড়িয়াখানায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু হলো দুই বাঘিনীর। মৃত বাঘিনী পায়েল (১৫) ও রূপা (১৭)। কর্তৃপক্ষ জানিয়েছে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে। ঘটনায় চিড়িয়াখানায় নেমেছে শোকের ছায়া।

আলিপুর চিড়িয়াখানায় চাঞ্চল্য | ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু

আলিপুর চিড়িয়াখানা বাঘিনীর মৃত্যু

ক্লাউড টিভি ডেস্ক : আলিপুর চিড়িয়াখানায় বিরল ঘটনা। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রাণ হারাল দুই বাঘিনী। ঘটনাটি জানাজানি হতেই দর্শনার্থী থেকে শুরু করে প্রাণীপ্রেমীদের মধ্যে গভীর শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, মৃত বাঘিনীদের মধ্যে একজনের নাম পায়েল, বয়স ১৫ বছর। ২০০৫ সালে ওড়িশা থেকে তাকে আনা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়।
অন্যজন রূপা, বয়স ১৭ বছর। তার জন্মই হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। দুই দশক ধরে দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল তারা।

ইউরোপে দাবদাহে বিপর্যয়: ১০ দিনে মৃত্যু ২,৩০০ মানুষের, জলবায়ু পরিবর্তনকেই দায়ী করলেন গবেষকরা

‘হার্ডঅয়্যার ভাল ছিল, সফটয়্যার খারাপ’ : শেফালী জরিওয়ালার মৃত্যু নিয়ে বিতর্কে বাবা রামদেব, সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

বিশেষজ্ঞদের মতে, সাধারণত বাঘের আয়ু ১৩ থেকে ১৪ বছর। সেই হিসেবে পায়েল ও রূপা দুজনেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি দিন বেঁচেছিল। তাই তাদের মৃত্যু মূলত বার্ধক্যজনিত কারণে হয়েছে বলেই প্রাথমিক অনুমান।

সোমবার পায়েলের মৃত্যু হয়, আর মঙ্গলবার রূপা মারা যায়। টানা ২৪ ঘণ্টার ব্যবধানেই দুই বাঘিনীর মৃত্যু হওয়ায় ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির সঠিক কারণ নির্ধারণে ইতিমধ্যেই তিনজন পশুচিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে। মৃত বাঘিনীদের পাঠানো হয়েছে পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট এলে মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যাবে।

দুই বাঘিনীর মৃত্যুতে শোকাহত নিয়মিত দর্শনার্থীরা। অনেকেই বলেছেন, চিড়িয়াখানায় এলে পায়েল ও রূপাকে না দেখলে ভ্রমণ অপূর্ণ লাগত। প্রাণীপ্রেমীদের মতে, প্রাকৃতিক আয়ু পার করে তারা জীবন কাটালেও একসঙ্গে দুই বাঘিনীর চলে যাওয়া গভীর শূন্যতা তৈরি করেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘ প্রজাতির সংরক্ষণে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, শীঘ্রই আরও নতুন বাঘ আনার পরিকল্পনাও রয়েছে যাতে দর্শনার্থীরা আকর্ষণ হারান না।

আরও পড়ুন :

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ উহান জিয়াংদা, বাম খাতুন ও নাসাফ

খোলা হাওয়ার হাত ধরে এবার কলকাতায় The Bengal Files

ad

আরও পড়ুন: