Breaking News

AmartyaSen BangladeshRoots

আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, পরিবারের শেকড় বাংলাদেশে থাকায় তাকেও হয়তো ফেরত পাঠানো হতে পারে। বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষীদের হয়রানির সমালোচনা করে তিনি বলেন, বাঙালি সংস্কৃতিকে সম্মান জানানো না হলে প্রতিবাদ জরুরি।

AmartyaSen BangladeshRoots: A Call for Respect %%page%% %%sep%% %%sitename%%

AmartyaSen BangladeshRoots

ক্লাউড টিভি ডেস্ক : ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হয়রানি নিয়ে গভীর উদ্বেগ (AmartyaSen BangladeshRoots) প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, পরিবারের শেকড় বাংলাদেশে থাকায় তাকেও হয়তো ফেরত পাঠানো হতে পারে।

‘ইন্ডিয়া’স ইয়ুথ সোশ্যাল অপরচুনিটিজ দে শুড হ্যাভ’ শীর্ষক আলোচনায় বক্তব্য দিতে গিয়ে ৯১ বছর বয়সি অমর্ত্য সেন মজা করেই বলেন, “একটা সম্ভাবনা আছে যে আমাকেও হয়তো বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, কারণ ঢাকায় আমার পূর্বপুরুষের বাড়ি রয়েছে। এটা নিয়ে আমার খুব যে বেশি আপত্তি আছে তাও নয়।”

তিনি রসিকতার ভঙ্গিতে আরও বলেন, “সিদ্ধান্ত নিলাম, তাহলে ফরাসি ভাষায় কথা বলবো। কিন্তু সমস্যা হচ্ছে, আমি ফরাসি জানি না।”

তবে পরবর্তীতে তিনি সিরিয়াস হয়ে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানির প্রসঙ্গে মন্তব্য করেন। অমর্ত্য সেন বলেন, ভারতীয় সভ্যতার বৈচিত্র্যই দেশের অন্যতম শক্তি। তাই বাঙালি, পাঞ্জাবি কিংবা অন্যান্য জাতিগত গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানাতে হবে।

সিরিয়ার নির্বাসিত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়াঃ ক্রেমলিন

‘স্বাস্থ্য আইনে সংশোধন প্রয়োজনীয়, কিন্তু কেন্দ্রিকরণ উদ্বেগজনক’: বিধানসভায় প্রশ্ন তুললেন ডঃ অশোক লাহিড়ী

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের বা বাংলাভাষী মানুষদের পেশাগতভাবে বাধার মুখে পড়তে হচ্ছে, অসম্মানিত হতে হচ্ছে। বাঙালি সংস্কৃতি ও সভ্যতাই যে সবার সেরা, তা আমি দাবি করছি না। তবে আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস আছে, সেটির মর্যাদা দিতে হবে। বাংলাকে অবমূল্যায়ন করলে প্রতিবাদ জরুরি।”

অমর্ত্য সেনের এই মন্তব্য উপস্থিত শ্রোতাদের মধ্যে হাস্যরসের পাশাপাশি নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে। রাজনৈতিক মহলে তার বক্তব্য নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন :

Game Over অনলাইন গেমিংয়ের: ৩১ হাজার কোটির ইন্ডাস্ট্রি নিয়ে যে পথে কড়া পদক্ষেপ মোদী সরকারের

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

ad

আরও পড়ুন: