অনিকেত মাহাতো পোস্টিং হাইকোর্ট রায়
ক্লাউড টিভি ডেস্ক : কলকাতার রাজপথ থেকে আদালত পর্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল আর জি কর মেডিক্যাল কলেজের পোস্টিং ইস্যু। অবশেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে চিকিৎসক সমাজে স্বস্তি ফিরল। বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ মঙ্গলবার জানায়, ড. অনিকেত মাহাতোকে অবিলম্বে আর জি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং দিতে হবে। রাজ্য সরকারের বদলির সিদ্ধান্তকে আদালত সরাসরি অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছে।
মামলার পটভূমি
কয়েক মাস আগে রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে চিকিৎসকদের নতুন করে পোস্টিংয়ের সিদ্ধান্ত নেয়। সেই তালিকায় অনিকেত মাহাতোর নাম প্রথমে থাকলেও পরে তাকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার চেয়ে নিম্ন র্যাঙ্কধারীরা আর জি কর-এ থেকে যান। এ নিয়েই শুরু হয় তীব্র অসন্তোষ।
অনিকেত মাহাতোসহ দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়াদ আদালতের দ্বারস্থ হন। তারা অভিযোগ করেন, র্যাঙ্ক অনুসারে কাউন্সেলিংয়ের নিয়ম মানা হয়নি এবং স্বজনপোষণ হয়েছে।
এ ঘটনার পর আর জি কর মেডিক্যালে ছাত্র-ছাত্রী, চিকিৎসক ও ইন্টার্নরা আন্দোলনে সামিল হন। হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিলেও সমাধান আসেনি। অবশেষে মামলাটি হাইকোর্টে ওঠে।
বিচারপতি বিশ্বজিৎ বসু রায়ে স্পষ্ট বলেন,
রাজ্য সরকারের সিদ্ধান্ত সংবিধানের ১৪ ধারা (সমতার অধিকার) লঙ্ঘন করেছে।
কোনো যুক্তি ছাড়া একজন চিকিৎসককে বদলি করা যায় না।
অনিকেত মাহাতোকে পোস্টিংয়ের জন্য বঞ্চিত করা প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী।
আদালত নির্দেশ দিয়েছে, মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনো কড়াকড়ি পদক্ষেপ নেওয়া যাবে না।
ঘটনাপ্রবাহের সময়রেখা
২৭ মে: রাজ্য সরকারের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ।
কাউন্সেলিং: অনিকেত মাহাতোর নাম বাদ পড়ে, কম র্যাঙ্কধারীরা সুযোগ পান।
জুলাই-আগস্ট: আর জি কর মেডিক্যালে ব্যাপক বিক্ষোভ।
২৩ সেপ্টেম্বর: হাইকোর্টের রায়—অনিকেত মাহাতো আর জি করেই থাকবেন।
প্রভাব
চিকিৎসকদের আস্থা ফিরল – আদালতের রায়ে চিকিৎসক সমাজ মনে করছে, প্রশাসনিক সিদ্ধান্ত হলেও আইন-আদালতের নিয়ন্ত্রণ আছে।
সরকারের জন্য বার্তা – ভবিষ্যতে বদলি বা পোস্টিংয়ে ন্যায্যতা বজায় রাখতে হবে।
আন্দোলনে সাফল্য – আন্দোলনকারীরা বলছেন, আদালতের রায় তাদের দীর্ঘ লড়াইকে মর্যাদা দিল।
আরও পড়ুন :
আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার দুর্বল কিন্তু ভারতীয় টাকার মুল্য সর্বনিম্ন
বাংলাদেশের ইলিশ নিয়ে কলকাতায় কাড়াকাড়ি, দাম চড়া তবুও লুফে নিচ্ছেন ক্রেতারা