AshokLahiri PeopleFirstPolitics
ক্লাউড টিভি ডেস্ক : আচ্ছা যদি বলি ছবিতে দেখতে পাওয়া মানুষটির একসময় অনায়াস যাতায়াত ছিল এই ভারতীয় উপমহাদশের যে কোন দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দপ্তরে, কিম্বা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী তাঁর ইন্ডিয়া শাইনিং প্রজেক্টের যাবতীয় দায়িত্ব তুলে দিয়েছিলেন এই মানুষটার কাঁধে। অবাক হবেন? সাধারণ মাছে ভাতে বাঙ্গালি যেখানে অবসর যাপনের পরিকল্পনা মধ্য পঞ্চাশেই সেরে ফেলে সেখানে এই সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হাটুর উপর কোঁচানো ধুতি, হাফহাতা গেঞ্জি ও মাথায় গামছা জড়িয়ে বালুঘাটের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরছেন ।
বিশ্বে বাড়ছে শতবর্ষী মানুষের সংখ্যা, ২০৩০ সালের মধ্যেই ছোঁবে ১০ লাখের ঘর
“মোর নাম এই বলে খ্যাত হোক / আমি তোমাদেরই লোক”— এই জীবনমন্ত্র যেন অক্ষরে অক্ষরে পালন করছেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ড. অশোক কুমার লাহিড়ী। রবিবার, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিনশিরা অঞ্চলের কুঞ্জডুঙ্গি সংসদে, তাঁর বিধায়ক তহবিল থেকে নির্মিত একটি সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করতে এসে তিনি দেখিয়ে দিলেন রাজনীতি শুধুই পোডিয়ামের বক্তৃতা নয়, এটি সরাসরি মানুষের মধ্যে মিশে তাদের সেবা করার প্রতিজ্ঞাও।
যেখানে আজ রাজনীতিবিদদের দেখা মেলে পাঞ্জাবি-পাজামা, কোট কিংবা নিরাপত্তার চাদরে মোড়া উচ্চপদস্থ আচরণে, সেখানে ড. লাহিড়ী হাটুর উপর কোঁচানো ধুতি, হাফহাতা গেঞ্জি ও মাথায় গামছা জড়িয়ে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে গেলেন। যে দৃশ্য সাধারণত দেশের অন্য কোনো রাজ্যেও দেখা ভার।
এই প্রকল্পটি ছোট হলেও, মানুষের জীবনের প্রয়োজন মেটানোর মতো একটি মৌলিক উদ্যোগ— পানীয় জলের সুবিধা। এবং এই উদ্যোগে তাঁর ব্যক্তিগত উপস্থিতি শুধু একটি প্রকল্প উদ্বোধনের চেয়ে অনেক বেশি কিছু বলেছে।
উপস্থিত ছিলেন:
বালুরঘাট ২ নম্বর মন্ডল সভাপতি তাপস সরকার
জেলা বিজেপি সহ-সভাপতি জয়ন্ত প্রামাণিক
এবং মন্ডলের অন্যান্য নেতৃত্বগণ
ড. অশোক লাহিড়ী দেশের একজন প্রথম সারির অর্থনীতিবিদ। দেশের নীতি নির্ধারণে তাঁর মতামত দীর্ঘদিন গুরুত্বপূর্ণ থেকেছে। তবুও বালুরঘাটের বিধায়ক হিসেবে তিনি কেবল একজন প্রশাসক নয়—বঙ্গ জীবনের অঙ্গ হয়ে উঠেছেন। বিধানসভার শহর থেকে অনেক দূরের গ্রামে তিনি পৌঁছে গেলেন, যেন বুঝিয়ে দিলেন—গ্রামই তাঁর বঙ্গজীবনের সত্যিকারের হৃদয়।
গ্রামের বাসিন্দারা বলছেন,
“যে রকমভাবে উনি এসে আমাদের পাশে দাঁড়ান, এমন বিধায়ক আমরা এর আগে দেখিনি। ওঁর ব্যবহার, পোশাক, এবং কথা বলার ভঙ্গি—সবটাই যেন নিজের পরিবারের লোক।”
যেখানে রাজনীতিতে আড়ম্বর আর আলগা দূরত্ব তৈরি হয়ে উঠেছে এক নতুন সাংস্কৃতিক মানদণ্ড, সেখানে ড. লাহিড়ীর এই পদক্ষেপ শুধু সাধারণ মানুষের হৃদয় জেতেনি, রাজনৈতিক সৌজন্যেরও এক অনন্য নজির সৃষ্টি করেছে।
আরও পড়ুন :
ট্রাম্পের শুল্কনীতির কারণে ঝুঁকিতে খোদ মার্কিন অর্থনীতি!
অনিমেষ কুজুর: ভারতের দ্রুততম মানব হয়ে ইতিহাস গড়লেন ছত্তিশগড়ের তরুণ