Breaking News

বাগদা দুর্গা ছবি বিতর্ক

মা দুর্গার ছবিতে অসুরের মুখের জায়গায় মোদির মুখ বসানো নিয়ে বাগদায় তীব্র উত্তেজনা, গ্রাম পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবিতে বিজেপির বিক্ষোভ

বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধানের সামাজিক মাধ্যম থেকে মা দুর্গার ছবিতে অসুরের জায়গায় মোদির ছবি পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিজেপির বিক্ষোভ ও অবরোধের জেরে এলাকায় চাঞ্চল্য। অভিযুক্ত প্রধান ভুল স্বীকার করে পোস্ট মুছে ফেলার কথা জানালেও উত্তেজনা থামছে না।

বাগদায় দুর্গার ছবি বিতর্ক: মোদির মুখ বসানোয় উত্তেজনা, বিজেপির বিক্ষোভ ও প্রধানের দাবি

বাগদা দুর্গা ছবি বিতর্ক

ক্লাউড টিভি ডেস্ক : উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় প্রবল উত্তেজনা ছড়াল। গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মা দুর্গার একটি ছবি পোস্ট করা হয়, যেখানে অসুরের মুখের জায়গায় বসানো ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। আর এই ছবিই মুহূর্তের মধ্যে তোলপাড় ফেলে দেয় স্থানীয় রাজনীতিতে।

মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দুর্গার সঙ্গে অসুরের ছবি বিকৃত করে সেটিতে মোদির মুখ বসানো হয়। পোস্টটি সামনে আসতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে যদিও ছবি ডিলিট করে দেওয়া হয়, ততক্ষণে আগুন জ্বলে ওঠে রাজনৈতিক মহলে।

মোদি সমীক্ষা ২০২৫ : সমর্থন কমলেও সমীক্ষায় এগিয়ে মোদি

মোদির সফরের আগে বড় ধাক্কা, মণিপুরে বিজেপি থেকে তিন প্রভাবশালী নেতা কংগ্রেসে যোগ

ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় নাটাবেরিয়া বাজারে বনগাঁ–সিন্দ্রানী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন বাগদা তিন নম্বর মণ্ডল বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, গ্রাম পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বলেন—
“একজন নির্বাচিত প্রধান হয়ে সামাজিক মাধ্যমে এই ধরনের ছবি পোস্ট করা ক্ষমার অযোগ্য। আমরা বাগদা থানায় ই-মেইল মারফত লিখিত অভিযোগ করেছি। যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে।”

অভিযুক্ত প্রধান দেবব্রত মণ্ডল অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে জানান যে ঘটনাটি ভুলবশত হয়েছে। তাঁর বক্তব্য—
“আমার সামাজিক মাধ্যমের পেজ থেকে পোস্ট হওয়ার পর আমি বুঝে গিয়েছিলাম এটা ঠিক হয়নি। তাই সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিই। প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের পোস্ট করা উচিত হয়নি। তবে বিজেপির আজকের আন্দোলনের কোনও প্রয়োজন ছিল না।”

তিনি আরও অভিযোগ করেন,
“বিজেপির আইটি সেল প্রতিদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করে নানা ধরনের পোস্ট করে। যদি সত্যিই আইন সমান হয়, তবে আগে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।”

ঘটনার পর থেকে বাগদা ব্লকের বিভিন্ন গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি সমর্থকরা দাবি করেছেন, দেবব্রত মণ্ডলকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা বলছেন, বিষয়টি অযথা রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তারের বিষয়ে পুলিশ স্পষ্ট কোনও বক্তব্য দেয়নি।

এমন সংবেদনশীল সময়ে দুর্গা পুজোর আগে এই ধরনের বিতর্কিত পোস্ট বড় ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপি বিষয়টিকে ইস্যু করে জনমনে ক্ষোভ বাড়াতে চাইছে, অন্যদিকে শাসক শিবির চেষ্টা করছে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে তুলে ধরতে।

আরও পড়ুন :

ইতিহাস গড়লেন সুশীলা কারকি, নেপালের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন রাধাকৃষ্ণন

ad

আরও পড়ুন: