Bagnan bus lorry accident 2025
ক্লাউড টিভি | হাওড়া | ১৯ জুন, ২০২৫ : আজ সকালে বাগনান লাইব্রেরি মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জন যাত্রীর। আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বৃষ্টিভেজা ভোরবেলা, ঝাপসা আলোয় বাসটি যখন মুম্বই রোড পার হচ্ছিল। ঠিক তখনই কলকাতা থেকে কোলাঘাটগামী একটি লরি এসে ধাক্কা মারে।
বাসটি বাগনান থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ লাইব্রেরি মোড়ে জাতীয় সড়ক পার করার সময় লরিটি আচমকাই সামনে চলে আসে। জোরালো ধাক্কায় বাসটি রাস্তার ওপর ঘুরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তীব্র শব্দে চমকে ওঠেন স্থানীয়রা, ছুটে আসেন ঘটনাস্থলে। ততক্ষণে বাসের ভেতরে হুলুস্থুল কাণ্ড ছিল। কেউ জানালা দিয়ে ঝুলে ছিল, কেউ দরজার কাছে আটকে ছিল। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। বাগনান থানার পুলিশ দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করে।
১০ মিনিটের যাত্রা, কিন্তু মৃত্যু ফাঁদ! কেদারনাথ থেকে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় সকল আহতকে। মোট ২৭ জনকে তড়িঘড়ি বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে, দু’জনের অবস্থা সঙ্কটজনক। প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রশাসন পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রের মতে, বৃষ্টির কারণে রাস্তা ছিল ভিজে। আলো কম থাকায় চালকদের পক্ষে সবটা পরিষ্কার দেখা কঠিন হয়ে পড়েছিল।
কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, লরিটি অতিরিক্ত গতিতে চলছিল। পুলিশ এই মুহূর্তে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান রাজ্যের পরিবহণ মন্ত্রী পুলক রায়। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অরুনাভ সেন। তাঁরা আহতদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। মন্ত্রী জানান, “আহতদের পাশে রাজ্য সরকার থাকবে। প্রয়োজনে কলকাতায় স্থানান্তর করা হবে।” এছাড়াও তিনি স্পষ্ট বলেন, “বৃষ্টিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তার আলো সচল রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”
স্থানীয়দের দাবি এই লাইব্রেরি মোড় বহুবার দুর্ঘটনার সাক্ষী থেকেছে। স্থানীয় বাসিন্দারা বহুবার ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি করেছেন। কিন্তু এখনও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই দুর্ঘটনা আবারও সেই দাবি উস্কে দিয়েছে।
আরও পড়ুন :
‘খামেনিকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না’, সোরোকা হাসপাতালে ইরানের হামলার পর ইজরায়েলের সরাসরি হুমকি