balurghat BGB BSF conflict
ক্লাউড টিভি ডেস্ক : শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটেই চলেছে ! ওপার বাংলাদেশ জুড়ে এখন শুধুই ভারত বিদ্বেষ (balurghat BGB BSF conflict)। যার আঁচ এসে পড়েছে দু দেশের সীমান্তেও।
যেখানেই কাঁটাতার লাগানোর কাজ করছে বিএসএফ, সেখানেই বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। পাল্টা কড়া বার্তা দেওয়া হচ্ছে বিএসএফের তরফেও (balurghat BGB BSF conflict)।
গত কয়েক বছরে এমন বিএসএফ (BSF) এবং বিজিবির (BGB) সংঘাত কেউ দেখেছে কিনা তা মনে করতে পারছেন না। আর এর মধ্যেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী। ভারত বাংলাদেশ সীমান্তের (India-Bangladesh Border) শিবরামপুর গ্রাম পরিদর্শন করলেন।
সীমান্ত এলাকায় থাকা ভারতীয় নাগরিকদের মনে সাহস জোগালেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী। প্রথমে স্থানীয় মানুষের সঙ্গে কথা বললেও পরে বিএসএফ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। বিজেপি বিধায়ক সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফের কাছে খোঁজ নেন বলেই খবর (balurghat BGB BSF conflict)।
প্রসঙ্গত, গত দিন তিনেক আগে শিবরামপুর সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের মানুষ দেওয়ার কাজ চালাচ্ছিল। আর তাতেই বিজিবি বাধা দেয়। এবং গুলি করে দেওয়া হবে বলেও ভারতীয় নাগরিকদের হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ।
শুধু তাই নয়, ভারতের এলাকা বেড়া দিলেও নাকি তা খুলে দেওয়া হবে বলেও বিজিবি হুঁশিয়ারি দেয় বলে দাবি স্থানীয় মানুষদের। যদিও BSF এলাকায় পৌছলে দ্রুত BGB এলাকা ছাড়ে। এরপর থেকেই ওই এলাকায় বিজিবি এবং বিএসএফ নিরাপত্তা বাড়িয়েছে। এমনকি দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ফ্লাগ মিটিং হলেও, বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে।
পরে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, ভারত সরকারের গৃহীত নীতি অনুযায়ী কাঁটাতারের বেড়া দেওয়া প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। চোরাচালান বন্ধ করতে হবে। অন্যদিকে যাতে সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের অসুবিধা না হয় সে কথা মাথায় রাখতে হবে বিএসএফকে। যে সমস্যা হয়েছিল সেই সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশা তাঁর। যদিও এতেই ঘুম উড়েছে বাংলাদেশের। রবিবারই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে সে দেশের বিদেশ দফতর কথা বলেছে বলেই খবর।