Bamangola Boat Race 2025
ক্লাউড টিভি ডেস্ক : মালদার বামনগোলায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বুধবার বিকেলে টাঙ্গন নদীর বুকে নেমে পড়েন প্রতিযোগীরা। বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এ বছরও ভিড় জমল নদীর দুই পাড়ে।
প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে মোট দশটি নৌকা অংশ নেয়। দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নৌকা বাইচ ঘিরে এলাকার রাস্তার দুই ধারে বসেছিল মেলা। হাজারো মানুষ ভিড় জমিয়ে প্রত্যক্ষ করলেন এই ঐতিহাসিক আয়োজন। প্রতিযোগিতা শেষে তিনটি দলকে পুরস্কৃত করা হয়।
ভারতের ‘কালাদান’ প্রজেক্ট: বাংলাদেশের উপর নির্ভরতা ছেড়ে উত্তর-পূর্বে পৌঁছনোর নতুন রাস্তা
MaldaFloods : মালদায় বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর, রতুয়া-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন
এই ঐতিহ্যকে আরও বড় করে তুলতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজোল ব্লক প্রশাসন সহযোগিতা করে। টাঙ্গন নদীর ওপর নৌকা বাইচ শুধু বিনোদন নয়, মানুষের মধ্যে ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকেও তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিত রায়, মালদা জেলা পরিষদের সদস্য অশোক সরকার, কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস, গাজোল পঞ্চায়েত সমিতির সদস্য দীপঙ্কর হালদার, নমামী গঙ্গা প্রকল্পের জেলা আধিকারিক সুব্রত দাসসহ বহু বিশিষ্ট ব্যক্তি।
এবারের নৌকা বাইচে পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়। মালদার গঙ্গা জেলা কমিটির উদ্যোগে নদী দূষণমুক্ত রাখার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বিডিও মনোজিত রায় বলেন, কাপড় কাঁচা, মূর্তি বিসর্জন, নদীর ধারে শৌচকর্ম ও মাছ ধরার জন্য বিষ প্রয়োগের ফলে টাঙ্গন নদীসহ গঙ্গার জলে দূষণ বাড়ছে। এছাড়াও রাসায়নিক সার, কীটনাশক এবং শিল্প-কারখানার বর্জ্য নদীতে মিশে বিপদ আরও বাড়াচ্ছে।
তিনি জানান, নদীর জলজ জীববৈচিত্র্য রক্ষা করা এখন জরুরি। তাই নৌকা বাইচের মতো উৎসবের পাশাপাশি পরিবেশ রক্ষার কাজেও সবাইকে এগিয়ে আসতে হবে। ফলে এই বছরের আয়োজন কেবল বিনোদনেই সীমাবদ্ধ থাকল না, বরং নদী ও প্রকৃতি রক্ষার বার্তাও ছড়িয়ে দিল।
আরও পড়ুন :
অবিবাহিত গ্র্যাজুয়েটদের জন্য নতুন ঘোষণা, প্রতি মাসে মিলবে ১,০০০ টাকা ভাতা
দুর্গাপূজোর আগে ৫০ মেট্রিক টন পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজনরসিক বাঙালি