Breaking News

বাংলাদেশি ইলিশ কলকাতায়

বাংলাদেশের ইলিশ নিয়ে কলকাতায় কাড়াকাড়ি, দাম চড়া তবুও লুফে নিচ্ছেন ক্রেতারা

বাংলাদেশি ইলিশ পৌঁছেছে কলকাতার বাজারে। দাম ২০০০–২৫০০ রুপি হলেও দুর্গাপূজা ঘিরে ক্রেতাদের হুড়োহুড়ি থামছে না।

বাংলাদেশি ইলিশ কলকাতায় কাড়াকাড়ি, দাম কত জানুন

বাংলাদেশি ইলিশ কলকাতায়

ক্লাউড টিভি ডেস্ক : বাংলাদেশ থেকে কলকাতায় ইলিশ আসছে শুনে বাঙালি ভোজনরসিকদের আনন্দের শেষ নেই। শারদীয় দুর্গাপূজা ঘিরে বহু প্রতীক্ষার পর অবশেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইলিশের প্রথম চালান পৌঁছায় কলকাতার বাজারে। তবে আনন্দের পাশাপাশি চড়া দামের কারণে অনেক ক্রেতার হতাশাও ধরা পড়েছে।


প্রথম চালানে ইলিশ, সঙ্গে সঙ্গেই শেষ

কলকাতার মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে দুপুরের মধ্যেই সব ইলিশ বিক্রি হয়ে যায়।
প্রতি কেজি প্রায় ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ২০০০ রুপিতে।
অন্যদিকে, ১.৫ কেজির বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হয় ২,৫০০ রুপিতে।
প্রত্যাশার তুলনায় দাম অনেক বেশি হলেও দুর্গাপূজা ঘিরে উন্মাদনায় অনেক ক্রেতা কোনো দ্বিধা ছাড়াই ইলিশ কিনে ফেলেন।

একজন ক্রেতা বলেন, “পুজোয় ইলিশ না হলে আনন্দটাই অসম্পূর্ণ। দাম যাই হোক, ইলিশ চাই-ই।”

দুর্গাপূজোর আগে ৫০ মেট্রিক টন পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজনরসিক বাঙালি

কাকদ্বীপে উপকূলে ধরা পড়ল ২৫ টন ইলিশ – মৎস্যজীবীদের হাওয়ায় খুশির ঢেউ


পাইকারি বাজারে সরবরাহ ঘাটতি

হাওড়ার পাইকারি ডিপোতে বৃহস্পতিবার নিলামে এক কেজি ওজনের বেশি ইলিশ বিক্রি হয় ১,৫০০-১,৮০০ রুপিতে।
বড় জাতের ইলিশ উঠেছিল ২,০০০ রুপিতে।
তবে সীমিত সরবরাহের কারণে প্রাথমিকভাবে বাজারে ঘাটতি দেখা দেয়।

কসবার মাছ বিক্রেতা অতুল দাস বলেন, “অনেক ক্রেতা যেকোনো মূল্যে ইলিশ কিনতে চাইছিলেন। যদিও দাম বেশি মনে হয়েছে, সরবরাহ বাড়লেই বাজার স্বাভাবিক হবে।”


বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ সরকার ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে পাঠায়।
এরপর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আরও ১ হাজার ১৯২ কেজি ইলিশ ভারতের ত্রিপুরায় পৌঁছায়।

প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,৫২৫ রুপি।
ব্যবসায়ীরা বলছেন, এই রপ্তানি দুই দেশের মধ্যে সৌহার্দ্য বাড়াবে। তবে বাংলাদেশের সাধারণ ক্রেতারা আশঙ্কা করছেন, এতে স্থানীয় বাজারে ইলিশের দাম আরও বাড়তে পারে।


দুর্গাপূজার উৎসব ও ইলিশের চাহিদা

বাংলার দুর্গাপূজা উৎসবের সঙ্গে ইলিশের যোগ বহু পুরনো।
শারদীয় ভোজে ইলিশ থাকলে আনন্দের মাত্রা বহুগুণে বেড়ে যায়।
ফলে কলকাতার বাজারে দাম যতই হোক না কেন, ইলিশের কদর একটুও কমেনি।

আরও পড়ুন :

ভারতে বাড়ছে ধনীর সংখ্যা, মিলিয়নেয়ারদের রাজধানী হলো মুম্বাই

শাহরুখ ছাড়াও কারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার? সম্পূর্ণ তালিকা দেখুন

ad

আরও পড়ুন: