Breaking News

Bangladeshi intruder

কল্যাণীতে ভাড়ায় থাকা ২ বাংলাদেশি অনুপ্রবেশকারীর কাশ্মীরযোগ

এর আগেও অনুপ্রবেশকারী হিসেবে তাঁদের মধ্যে একজন বসিরহাটে গ্রেপ্তার হয়েছিলেন।

Bangladeshi intruder arrested in kalyani nadia

Bangladeshi intruder

ক্লাউড টিভি ডেস্ক :  নদিয়া জেলার কল্যাণী থেকে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi intruder)। কল্যাণীর মুরাতিপুরের এলাকায় ওই দুজন একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন বলে খবর। ধৃত দুই ব্যক্তির নাম মহম্মদ সোহাগ মীর ও প্রণয় জয়ধর। এখন গুরুত্বপূর্ণ বিষয় হল মহম্মদ সোহাগ মীর এর আগেও অনুপ্রবেশকারী হিসেবে উত্তর ২৪ পরগনার বসিরহাটে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ছাড়া পেয়ে তিনি কাশ্মীরে চলে যান। আর সেখান থেকেই উঠে আসছে একাধিক প্রশ্ন । কেন তিনি ছাড়া পাওয়ার পর কাশ্মীরে গিয়েছিলেন? তিনি নদিয়ায় ফিরেই বা এলেন কেন? কেনই বা তাঁরা দুজনে কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়েছিলেন? তাহলে তাঁদের অন্য কোনও উদ্দেশ্য আছে?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কল্যাণী থানার পুলিশ মুরাতিপুর এলাকায় হানা দেয়। অনুকূল মোড় এলাকায় সুধীর শীলের বাড়ি। ওই বাড়িতেই দুজন ভাড়া থাকছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে। তাঁদের কাছে ভারতের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কিন্তু কোনও পরিচয়পত্রই তাঁদের থেকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে বেরিয়ে পড়ে, বছর ১৮ বয়সের প্রণয় জয়ধর বাংলাদেশের বরিশালের বাসিন্দা (Bangladeshi intruder)। ২৩ বছরের মহম্মদ সোহাগ মীরের বাড়ি মাদারিপুরে।

Bangladeshi Citizen arrested : এন্টালিতে ধৃত বাংলাদেশি যুবতীকে গ্রেফতার করে হেফাজতের নির্দেশ আদালতের

Arakan Army: আরাকান আর্মি কারা? কেন এত ভয় বাংলাদেশের?

ad

আরও পড়ুন: