মাইথন, পাঞ্চেত থেকে ছাড়া হল ৫৭ হাজার কিউসেক জল; জলের তলায় খানাকুল, হরিপাল সহ বিস্তীর্ণ এলাকা

দামোদর উপত্যকায় টানা বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ঘটনা। এর ফলে হুগলি, হাওড়া ও পশ্চিম বর্ধমান জেলার বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ ও উদ্ধার অভিযান চালানো হলেও পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।