Breaking News

Digha Jagannath Temple

দীঘায় মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, আজ সন্ধেয় ফুলের শয্যায় শোয়ানো হবে জগন্নাথ বিগ্রহ

অক্ষয় তৃতীয়ায় তিন ধাপে চূড়ান্ত প্রাণপ্রতিষ্ঠা, জড়ো হচ্ছেন হাজারো ভক্ত

Digha Jagannath Temple: Historic Event Unfolds %%page%% %%sep%% %%sitename%%

Digha Jagannath Temple

ক্লাউড টিভি নিউজ ডেস্ক, দীঘা : দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ দীঘায় শুরু হয়েছে ঐতিহাসিক জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার চূড়ান্ত আয়োজন (Digha Jagannath Temple)। মঙ্গলবার সকাল থেকেই দীঘার পরিবেশ ভরে উঠেছে মন্ত্রোচ্চারণ, ধূপধুনো ও কীর্তনের ধ্বনিতে। চলছে মহাযজ্ঞ। আর সেই মহাযজ্ঞেই পূর্ণাহুতি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় রীতি মেনে এই যজ্ঞের মাধ্যমে দেবতার আগমন বার্তা দেওয়া হচ্ছে।

জগন্নাথ মন্দিরের এই অনুষ্ঠান (Digha Jagannath Temple) ঘিরে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। মন্দিরের মূল বিগ্রহ কাঠের তৈরি হলেও, সঙ্গে থাকছে পাথরের বিগ্রহও। এর পাশাপাশি রাধাকৃষ্ণের একটি বিগ্রহও স্থাপন করা হচ্ছে।

Digha Jagannath Temple : দীঘাতে সাজো সাজো রব, উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথ মন্দির

উদ্বোধনের আগেই চরম বিপত্তি! দীঘায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরের গেট

পুরী থেকে আসা বিশিষ্ট পাণ্ডা ও আচার্যরা আজকের মহাযজ্ঞের মূল পরিচালনায় রয়েছেন। কাঠের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা করবেন এই পুরোহিতরা। অন্যদিকে, ইস্কনের সন্ন্যাসীরা দায়িত্ব নিয়েছেন পাথরের জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ এবং রাধাকৃষ্ণ বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার। ধর্মীয় ঐক্য ও আচারশুদ্ধতার নিখুঁত সংমিশ্রণ দেখা যাচ্ছে পুরো আয়োজনে।

গত ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে পূজা-পাঠ ও ধর্মীয় কর্মকাণ্ড। ওই দিন বাস্তু হোম দিয়ে সূচনা হয়। এরপর ২৬, ২৭ ও ২৮ এপ্রিল ধারাবাহিকভাবে সম্পন্ন হয়েছে কলস যাত্রা এবং নানা মাঙ্গলিক অনুষ্ঠান।

আজকের মহাযজ্ঞ শেষ হতে হতে সন্ধে নেমে আসবে। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর বিশেষভাবে প্রস্তুত ফুলের শয্যায় শোয়ানো হবে কাঠের জগন্নাথ বিগ্রহ। এক বিশেষ আচার হিসেবে এই “শয্যা” দেবতার বিশ্রামরূপে বিবেচিত হয়। মন্দির চত্বরে ইতিমধ্যেই ফুল, ধুপ, আলো ও সুরের অনন্য পরিবেশ তৈরি হয়েছে।

আগামীকাল, বুধবার, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে, হবে তিন ধাপে প্রাণপ্রতিষ্ঠার মূল অনুষ্ঠান (Digha Jagannath Temple)। প্রথম ধাপে ঘট স্থাপন, দ্বিতীয় ধাপে কুণ্ড স্থাপন এবং শেষে প্রতিবিম্ব স্থাপন করা হবে। বিশেষভাবে তৈরি সোনা, রূপো ও তামার তার দিয়ে বিগ্রহকে বাঁধা হবে, এবং সেই তার পরানো হবে প্রধান পুরোহিতের কোমরে—এ এক পৌরাণিক প্রথার পুনরাবৃত্তি।

এই দিনটিকে কেন্দ্র করে দীঘা ও আশেপাশের এলাকা থেকে হাজার হাজার ভক্ত জড়ো হচ্ছেন। পর্যটক এবং ধর্মপ্রাণ মানুষদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে সমুদ্র শহর দীঘা (Digha Jagannath Temple)।

#জগন্নাথপ্রাণপ্রতিষ্ঠা #DighaJagannathTemple #Mahayagna2025 #MamtaInDigha #AksayTritiyaCelebration

আরও পড়ুন :

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা

পদ্ম ২০২৫: সুর, শিল্প আর সাহসিকতার সম্মানে সম্মানিত ৭১ নক্ষত্র


ad

আরও পড়ুন: