Breaking News

Digha New Pilgrimage Spot

উদ্বোধনেই ২ লক্ষ পুণ্যার্থীর ঢল, দিঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারবেন কখন?

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, দিঘা জগন্নাথ মন্দিরে প্রতি বছর রথযাত্রার আয়োজন করা হবে, যা রাজ্যের পর্যটনকে বাড়তি গতি দেবে।

Digha New Pilgrimage Spot for Spiritual Seekers %%page%% %%sep%% %%sitename%%

Digha New Pilgrimage Spot

শান্তিপ্রিয় রায়চৌধুরী: অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে দ্বারোদ্ঘাটন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha New Pilgrimage Spot)। আর তারপর থেকেই জগন্নাথ মন্দিরমুখী পুণ্যার্থীরা। হিসাব বলছে, বুধবার মন্দির উদ্বোধনের দিনেই ২ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়েছে শ্রীক্ষেত্র দিঘায়। বৃহস্পতিবার সকাল থেকেই পুণ্যার্থীদের সমাগম লেগেই রয়েছে।

মন্দির খোলা থাকে:
মন্দির (Digha New Pilgrimage Spot) খোলা থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই সময়ের মধ্যে পুণ্যার্থীরা জগন্নাথদেবের দর্শন পাবেন।

সুষ্ঠু ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থীরা:
মন্দিরের ভিতরে সুষ্ঠু ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থীরা। তাঁরা বলছেন, এর জন্য পুজো দিতে বেশি সময় লাগছে না।

নিরাপত্তা দারুণ:
অতিরিক্ত পুণ্যার্থীদের কথা মাথায় রেখে মন্দির চত্বরের নিরাপত্তাও আঁটসাঁট। তাই বিপদের কোনও আশঙ্কা নেই বলেই দাবি ভক্তদের।

গঠনশৈলী মন ছুঁয়েছে:
মন্দির কর্তৃপক্ষ ((Digha New Pilgrimage Spot) সূত্রে খবর, মন্দিরের গঠনশৈলী মন ছুঁয়ে গেছে ভক্তদের। তাঁরা পুজো দিতে এসে দারুণ খুশি। সকলেই মন্দিরের প্রশংসা করছেন।

Digha Jagannath Temple : দীঘাতে সাজো সাজো রব, উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথ মন্দির

দীঘায় মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, আজ সন্ধেয় ফুলের শয্যায় শোয়ানো হবে জগন্নাথ বিগ্রহ

কারুকার্য কেমন:
দিঘার জগন্নাথ মন্দির (Digha New Pilgrimage Spot) রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি। রাজস্থানের প্রায় ৮০০ কারিগর মন্দির নির্মাণের কাজ করেছেন। প্রধান দ্বার দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে তিনটি দীপস্তম্ভ। পুরীর মতো দিঘার মূল মন্দিরে প্রবেশের জন্যও রয়েছে চারটি দ্বার। একইভাবে দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে কালো পাথরে তৈরি ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণ স্তম্ভ। আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি।

অরুণ স্তম্ভের সামনের সিংহদ্বারে প্রবেশ করলেই পুরীর মতোই সোজাসুজি দেখা যাবে জগন্নাথের মূর্তি। সিংহদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার। উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। মন্দিরের প্রথমেই রয়েছে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপের চারটি দরজা। তারপরে রয়েছে ১৬টি স্তম্ভের উপরে নাটমন্দির। নাটমন্দিরের পরে চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দির। সেখানে সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। ভোগ মণ্ডপ ও নাটমন্দিরের মাঝে রয়েছে গরুড় স্তম্ভ। নাটমন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরে তৈরি দশাবতার মূর্তি। মন্দিরের পাথরের দেওয়ালেও রয়েছে অসংখ্য কারুকার্য।

#দিঘাজগন্নাথমন্দির #DighaJagannathTemple #RathYatraBengal #DighaTourism #NewPilgrimageSpot

আরও পড়ুন :

কাশ্মীর হামলার পরিণতি: ভারতে ব্লক পাকিস্তানি অ্যাথলেট আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম, রেহাই পেলেন ক্রিকেটাররা

‘চম্পক’ নাম নিয়ে বিতর্ক: বিসিসিআইয়ের বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের মামলা, ৯ জুলাই শুনানি

ad

আরও পড়ুন: