Breaking News

Digha Temple Gate Collapse

উদ্বোধনের আগেই চরম বিপত্তি! দীঘায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরের গেট

নিম্নমানের নির্মাণসামগ্রী ও অবহেলার অভিযোগ উঠেছে।

Digha Temple Gate Collapse: A Shocking Incident %%page%% %%sep%% %%sitename%%

Digha Temple Gate Collapse

ক্লাউড টিভি : দীঘার নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার সকালবেলা মন্দিরের প্রধান প্রবেশপথ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (Digha Temple Gate Collapse)। মন্দির প্রাঙ্গণে তখন কাজ চলছিল, আর কিছু কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যদিও বড় কোনও প্রাণহানির খবর নেই, তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

এই মন্দির পশ্চিমবঙ্গ সরকারের একটি উচ্চপ্রোফাইল প্রকল্প। দীঘাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকার এই জগন্নাথ মন্দির নির্মাণ করছিল। পুরীর আদলে তৈরি হওয়া এই মন্দিরের উদ্বোধন (Digha Temple Gate Collapse) হওয়ার কথা ছিল আগামী সপ্তাহেই।

পেহেলগামের ঘটনায় স্তব্ধ দেশ, বলিউড তারকাদের তীব্র প্রতিক্রিয়া

BreakingNews : সীমান্ত পেরিয়ে ভুলবশত পাকিস্তানে বিএসএফ জওয়ান, মুক্তির লক্ষ্যে চলছে পতাকা বৈঠক

ঘটনার বিস্তারিত:
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা নাগাদ হঠাৎ করে গেটের ওপরের অংশ থেকে ফাটল দেখা যায়। এরপর কোনো রকম পূর্বাভাস ছাড়াই পুরো গেটটি ধসে পড়ে। নির্মাণকর্মীরা কোনও রকমে দৌড়ে প্রাণ বাঁচান। ঘটনায় একজন কর্মী সামান্য আহত হন, তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, নিম্নমানের নির্মাণসামগ্রী অথবা ত্রুটিপূর্ণ ডিজাইনের কারণে গেটটি ভেঙে পড়েছে। স্থানীয় প্রশাসন ও পর্যটন দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নির্মাণ সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও সমালোচনা:
এই ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বিরোধী দল বিজেপি এই ঘটনাকে “দুর্নীতির ফল” বলে অভিহিত করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “জনগণের করের টাকা দিয়ে এই মন্দির তৈরি করা হচ্ছে। অথচ উদ্বোধনের আগেই গেট ভেঙে পড়া প্রমাণ করে কতটা দুর্নীতি ও অবহেলা হয়েছে।”

তৃণমূল কংগ্রেস অবশ্য এখনই মন্তব্য করতে রাজি হয়নি। তবে পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রতিক্রিয়া:
দীঘার স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা এই ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ। অনেকেই বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর যখন মন্দির উদ্বোধনের অপেক্ষায় ছিল সবাই, তখন এমন এক ঘটনায় দীঘার ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে গেল।

পর্যটকদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে। মন্দির দর্শনের উদ্দেশ্যে যারা দীঘায় এসেছিলেন, তারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন নিরাপত্তা নিয়ে।


#DighaJagannathTemple #TempleGateCollapse #WestBengalNews #DighaDisaster #CloudTVNews #ConstructionScandal #TourismProjectCrisis #TempleUnderProbe

আরও পড়ুন :

ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে, পাঁচ বছর পর পুনরায় শুরু হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা

জেলেনস্কির সাথে আলোচনার পর ট্রাম্প জানালেন ” পুতিন হয়ত যুদ্ধবিরতি চান না”

ad

আরও পড়ুন: