Breaking News

DighaRathYatra

ঘরের বাগানের ফল ও নতুন পোশাক ভগবানকে মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, দিঘায় জগন্নাথদেবের রথযাত্রা দেখতে উপচে পড়েছে ভিড়

“মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাগান থেকে আসা আম ও পেয়ারা যখন জগন্নাথদেবের রথযাত্রায় উৎসর্গ করা হল, তখন দিঘার আকাশে শুধু ঢাকের ধ্বনি নয়, ভক্তির আবেগও ছড়িয়ে পড়ল।”

DighaRathYatra: A Historic Festival Unfolds %%page%% %%sep%% %%sitename%%

DighaRathYatra

ক্লাউড টিভি রিপোর্ট | দিঘা : পূর্ব মেদিনীপুরের সমুদ্র শহর দিঘা এবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। প্রথমবারের মতো এখানকার নতুন নির্মিত জগন্নাথ মন্দিরে পালিত হল রথযাত্রা উৎসব, আর সেই উপলক্ষেই (DighaRathYatra) বুধবার সকাল থেকে ভক্তদের ঢল নামে দিঘা সমুদ্রতটে। সুসজ্জিত রথে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাত্রা শুরু করেছেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এই পবিত্র রথযাত্রা উপলক্ষে দিঘায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজ হাতে তুলে দেন বিশেষ উপহার ভগবানকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তিভরে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার জন্য আম, পেয়ারা ও নতুন পোশাক প্রদান করেন মন্দির কর্তৃপক্ষকে। এই ফলমূল ও উপহার এসেছে তাঁর কালীঘাটের বাসভবনের নিজস্ব বাগান থেকে, যা আরও বেশি ব্যক্তিগত এবং পবিত্রতার ছোঁয়া এনে দেয় উৎসবে।

রথযাত্রার আগে দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: কড়া প্রশাসনিক নজরদারি, নিরাপত্তা

আনচেলত্তিকে পেতে ‘ছাড়েনি কিছুই’ ব্রাজিল, স্কালোনির তুলনায় ৪ গুণ বেতন

উপহার হস্তান্তরের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। রাধারমন বাবু জানিয়েছেন, “এই রথযাত্রা শুধু উৎসব নয়, ভক্তির একটি বৃহৎ প্রতীক। মমতা দিদির এই gesture অত্যন্ত প্রশংসনীয়।”

রথযাত্রার দিন সকাল থেকেই দিঘা ভরে উঠেছিল ভক্ত ও পর্যটকে। রথটিকে ঘিরে ছিল কীর্তন, সানাই ও ঢাকের বাদ্য। বহু ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে রশিতে টেনেছেন রথ। দিঘা শাসক মণ্ডল জানিয়েছে, প্রায় ৫০ হাজারের বেশি মানুষ জমায়েত হয়েছেন রথ উৎসব উপলক্ষে। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের জন্য রাখা হয়েছে বিশুদ্ধ পানীয় জল, প্রাথমিক চিকিৎসা এবং মোবাইল শৌচাগারের ব্যবস্থা।

মুখ্যমন্ত্রীর উপহার প্রদান, রথ টানার আবেগ, সমুদ্রের ধারে ভক্তদের গলা ছাড়া কীর্তন—সবই মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। অনেকেই বলছেন, পুরীর আদলে এবার দিঘাও রথযাত্রার নতুন গন্তব্য হতে চলেছে।

আরও পড়ুন :

Breaking News : DA মামলায় রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আইনি নোটিস

“যদি নোবেল দিলে উনি চুপ থাকেন, তবে তা দেওয়া হোক”— ট্রাম্পকে ব্যঙ্গ করে টুইট চলচ্চিত্র পরিচালকের!

ad

আরও পড়ুন: