Dilip Ghosh Marriage
ক্লাউড টিভি ডেস্ক : আইবুড়ো নাম ঘুচিয়ে রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ এখন বিবাহিত (Dilip Ghosh Marriage)। তার এ বিয়েতে উচ্ছ্বসিত টালিপাড়ার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, কাউন্সিলর-অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়, পরিচালক-অভিনেতা শ্রীলেখা মিত্র ও কাঞ্চনা মৈত্র। তারা এ দম্পতির দাম্পত্য জীবনের সমৃদ্ধি কামনা করেছেন।
এই নেতা কখনো মঞ্চ থেকে বাংলার অভিনেতাদের ধমকে বলেছেন— ‘রগড়ে দেব’, আবার কখনো কটাক্ষ করেছেন মহিলাদের। সেই দিলীপ ঘোষ ৬১-তে বিয়ে করে ‘সেলিব্রিটি’। এই নেতার অন্তরে যে প্রেম ছিল, তা কেউই জানতে পারেনি।
তিনি আবার কেউ নন, তিনি হলেন নিজের দলের নেত্রী রিঙ্কু মজুমদার। দিলীপ বাবু দলের সেই ভাল বাসার মানুষটিকে প্রকাশ্যে আনতেই সাড়া পড়ে গেছে। রাজ্যবাসী তো বটেই, বিজেপির প্রাক্তন সভাপতির বিয়ের খবরে উচ্ছ্বসিত বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামারাও।
এত রাগী মানুষের মনে এত প্রেম! কথা ফুরোনোর আগেই অনন্যা বললেন, রাজনীতির বাইরেও যে একজন ‘দিলীপ ঘোষ’-এর অস্তিত্ত্ব আছে, সেটিই বুঝলাম। দলের ঊর্ধ্বে উঠে যার হাত ধরেছিলেন তাকেই জীবনসঙ্গিনী করলেন(Dilip Ghosh Marriage)। ওদের জন্য আন্তরিক শুভেচ্ছা।
এই প্রসঙ্গে রূপাঞ্জনা ও কাঞ্চনা উভয়েই বললেন— ব্যক্তি দিলীপ ঘোষ কিন্তু খুবই ভদ্র ও বিনয়ী। কোনো দিন অসম্মান করে কোনো কথা বলেননি। আমরা ওকে যেভাবে দেখতে অভ্যস্ত, উনি কিন্তু ততটাও রুক্ষ নন।
কাঞ্চনা বলেছেন, যতই তিনি শিল্পীদের ‘রগড়ে দেব’ বলে হুমকি দিন, অন্তরে যিনি এত সহানুভূতিশীল তার থেকে বড় শিল্পী আর কে? তিনি বলেন, পেশায় শিল্পী হলেই প্রকৃত শিল্পী হওয়া যায় না। যার হৃদয় অনুভূতিপ্রবণ তিনিই প্রকৃত শিল্পী।
কৌমার্য ভঙ্গ করে ঘর বাঁধছেন দিলীপ ঘোষ, পাত্রী রিঙ্কু মজুমদার—রাজনীতির রণাঙ্গন ছেড়ে সংসারের ময়দান!
টুকটুকে লাল শাড়িতে রিঙ্কু, সাদা পাঞ্জাবিতে দিলীপ! নিউটাউনে বিয়ের সাজে প্রাক্তন বিজেপি সভাপতির বাড়ি
অভিনেত্রী রূপাঞ্জনাও অন্তর থেকে শুভকামনা জানিয়েছেন বিজেপি নেতাকে। তার আশা— এবার হয়তো দিলীপদার রাগ একটু হলেও কমবে। ওকে সামলে নেবেন রিঙ্কুদি।
বিয়ে করে দিলীপ ঘোষ (Dilip Ghosh Marriage) যতটা নন্দিত, ততটাই নিন্দিত। সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাকে কটাক্ষ করছেন। বিশেষ করে ৬১ বছরে বিয়ের কারণে। তবে অভিনেতা শ্রীলেখা মিত্র কিন্তু সমর্থন জানিয়েছেন দিলীপের এই পদক্ষেপকে। তিনি বলেন, কোথায় লেখা আছে— ৪০ পেরিয়ে গেলে আর বিয়ে করা যাবে না। দিলীপবাবুর যখন মনে হয়েছে, তখন তিনি বিয়ে করেছেন। বয়স তো সংখ্যার বাইরে কিছুই না।
সামাজিক মাধ্যমে এমনও মন্তব্য ঘুরছে— পরকীয়া বা একত্রবাস নয়, বিয়ে করে নজির গড়েছেন দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে একমত অনন্যা, রূপাঞ্জনা ও কাঞ্চনার।
শ্রীলেখাও বলেছেন, দিলীপবাবু যদি পরকীয়া কিংবা একত্রবাসও করতেন, তাতেই বা কী সমস্যা। ওর মনে হয়েছে বিয়ে করবেন, সেটিই করেছেন।
আরও পড়ুন :
১ মে থেকে রাস্তায় আরও সহজ ভ্রমণ, চালু হচ্ছে জিপিএস ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা
এবারে বিধানসভায় পারফর্ম করবেন সায়ন্তিকা-লাভলি-অদিতি