Breaking News

DurgaPuja2025 NightServiceBus

পুজোয় অতিরিক্ত বাস পরিষেবা, শপিং স্পেশাল ও নাইট সার্ভিস চালুর ঘোষণা পরিবহন মন্ত্রীর

দুর্গাপুজোয় যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। হাওড়া ও শিয়ালদহ থেকে শুরু হবে শপিং স্পেশাল বাস, পাশাপাশি সারারাত ঠাকুর দর্শনের জন্য চালু হবে নাইট সার্ভিস বাস। মেট্রোর সঙ্গে মিলিয়ে নতুন রুটেরও ব্যবস্থা করা হচ্ছে।

DurgaPuja2025 NightServiceBus for Shopping Ease %%page%% %%sep%% %%sitename%%

DurgaPuja2025 NightServiceBus

ক্লাউড টিভি ডেস্ক : আর এক মাস বাদেই বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো। শহরের রাস্তায় এখন থেকেই শুরু হয়েছে উৎসবের আমেজ। পুজোর আগে-পরে কেনাকাটার ভিড়ে জমে উঠছে বিভিন্ন বাজার ও শপিং মল। সেই কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দফতর এবার বিশেষ পদক্ষেপের (DurgaPuja2025 NightServiceBus) ঘোষণা করল। বুধবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, পুজোর আগে ও চলাকালীন সময়ে শহরে চালানো হবে শপিং স্পেশাল ও নাইট সার্ভিস বাস

মন্ত্রী জানান, সাধারণ মানুষের কেনাকাটায় সুবিধা দিতে পুজোর দুই সপ্তাহ আগে থেকেই হাওড়া ও শিয়ালদহ থেকে বিশেষ শপিং স্পেশাল বাস চালানো হবে। প্রাথমিকভাবে প্রতিদিন ২৫টি বাস নামানো হবে। তবে যাত্রী চাহিদা বাড়লে সেই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এতে পুজোর আগে ব্যস্ত কেনাকাটার সময় যাত্রীদের বড়সড় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

ময়দানের বার পুজো আছে ঠিকই, তবে তা যেন বড়ই বেমানান

ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের রপ্তানি, কর্মসংস্থান ও জিডিপি বৃদ্ধি নিয়ে অশনি সংকেত

পাশাপাশি দুর্গাপুজোর দিনগুলোতে ঠাকুর দেখার জন্য সারারাত ভ্রমণকারীদের জন্য চালু করা হবে নাইট সার্ভিস বাস। মন্ত্রী বলেন, “অনেক মানুষ সারারাত ধরে ঠাকুর দেখতে বের হন। তাঁদের জন্য আমরা বিশেষ নাইট বাস চালু করছি। হাওড়া, শিয়ালদহ থেকে বারাসতের উদ্দেশ্যে এই বাসগুলি চলবে।” ফলে আর হেঁটে হেঁটে ট্রেন ধরতে যাওয়ার ঝামেলা থাকবে না।

মন্ত্রী আরও জানান, মেট্রো রেলের সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে একাধিক রুটে বাস পরিষেবার পরিবর্তন আনা হচ্ছে। যাতে সাধারণ মানুষ সহজেই বাস ও মেট্রো—দুটো পরিষেবা একসঙ্গে ব্যবহার করতে পারেন। এতে শহরের যাতায়াত আরও দ্রুত ও স্বচ্ছন্দ হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দুর্গাপুজোর আগে রাজ্যের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। প্রতি বছর পুজোর ক’দিন শহরে ঠাকুর দেখতে আসা মানুষের ঢল নামে। অতিরিক্ত বাস পরিষেবা থাকলে পরিবহন ব্যবস্থার ওপর চাপ অনেকটা কমবে এবং মানুষ নিশ্চিন্তে পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন :

উত্তর প্রদেশে ট্রাফিক ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন: সাত শহরে শুধুই নারী পুলিশ

গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর কন্যা, শিউরে উঠলেন দম্পতি

ad

আরও পড়ুন: