Breaking News

Farakka Ambulance Delay Mother Death

দেড় ঘণ্টা অপেক্ষার পরও এল না সরকারি এম্বুলেন্স, সন্তানের জন্ম দিয়েই অকালে প্রাণ হারালেন তরুণী মা

সরকারি এম্বুলেন্স না পেয়ে মৃত্যু হল ২৫ বছর বয়সী গৃহবধূর। সন্তান জন্মের পরই অকালে নিভে গেল প্রাণ। চাঞ্চল্য ফারাক্কায়।

ফারাক্কায় দেড় ঘণ্টা অপেক্ষা, এল না এম্বুলেন্স! সন্তান জন্ম দিয়েই মৃত্যু তরুণী মায়ের

Farakka Ambulance Delay Mother Death

ক্লাউড টিভি ডেস্ক : দেড় ঘণ্টা অপেক্ষা। একের পর এক ফোন। তবুও এল না সরকারি অ্যাম্বুলেন্স। শেষমেশ এক তরুণী মা নিজের সন্তানের জন্ম দিয়েই অকালে হারালেন প্রাণ। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক প্রাথমিক হাসপাতালে। এম্বুলেন্স না পৌঁছানোয় ফুঁসে উঠেছেন স্থানীয়রা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন (২৫)। তাঁর বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে। রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর অবস্থায় তাঁকে স্থানীয়রা ফারাক্কা ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে সফল প্রসবের পর এক পুত্রসন্তানের জন্ম দেন জামিলা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।

চিকিৎসকরা দ্রুত তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। কিন্তু সেখানেই ঘটে চরম বিপর্যয়। অভিযোগ, হাসপাতাল থেকে একাধিকবার ফোন করা হয় ১০২ নম্বর সরকারি এম্বুলেন্স সার্ভিসে। তবুও ঘণ্টা দেড়েক কেটে যায়, কিন্তু দেখা মেলেনি কোনও সরকারি গাড়ির।

“মমতার প্রতিদান মৃত্যু: পালিত মেয়ের হাতে খুন হলেন মা”

গুরগাঁওয়ে 10 মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল ব্লিংকিট

অবশেষে পরিবার নিজের উদ্যোগে অর্জুনপুর হাসপাতাল থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। জঙ্গিপুরে পৌঁছনোর আগেই মৃত্যু হয় জামিলা খাতুনের।

মৃতার স্বজনেরা ভেঙে পড়েন নবজাতককে কোলে নিয়েই। হাসপাতাল চত্বরেই শুরু হয় তীব্র বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, “সরকারি এম্বুলেন্স ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ। সময়মতো সাহায্য না পেয়ে প্রতিদিন সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।”

ঘটনার খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের এক চিকিৎসক স্বীকার করেছেন, এম্বুলেন্স না পাওয়ার বিষয়টি সত্যি। প্রশাসন জানিয়েছে, ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

এদিকে, এক নবজাতক পৃথিবীর আলো দেখল ঠিকই, কিন্তু জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই হারাল মাকে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন — “একটি ফোনকলের দ্রুত জবাব পেলে কি বাঁচানো যেত না এই তরুণীকে?”

ফারাক্কার এই ঘটনাকে ঘিরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, শুধু এই ব্লক নয়, গোটা রাজ্যেই ১০২ নম্বর সরকারি এম্বুলেন্স সেবা অকার্যকর হয়ে পড়েছে।

অবিলম্বে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন :

চলতি সপ্তাহেই বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা, জানালো আবহাওয়া দফতর।

পাকিস্তান‑আফগান সীমান্ত সংঘর্ষ — ভারতীয় স্বার্থে সম্ভাব্য প্রভাব

ad

আরও পড়ুন: