Ghojadanga GoldSmuggling
ক্লাউড টিভি ডেস্ক | বসিরহাট : ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর চোরাচালান নতুন নয়। তবে এবার সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বড়সড় সোনা পাচার চক্রের পরিকল্পনা ব্যর্থ হল উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে (Ghojadanga GoldSmuggling)। আটক করা হয়েছে এক স্থানীয় পাচারকারীকে। উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট।
ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় বিএসএফের ১০২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। অভিযানকালে সন্দেহভাজনভাবে একটি মোটরসাইকেল থামানো হয়। চালককে নামিয়ে তল্লাশি চালাতে গিয়ে তার কাছ থেকে পাওয়া যায় তিনটি সোনার বিস্কুট।
উদ্ধার হওয়া সোনার ওজন ৪৬৬.২৯০ গ্রাম। এর বাজারমূল্য আনুমানিক ৪৬ লক্ষ ৯৪ হাজার ৭৯৪ টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোনা পাচারের ছক ছিল আন্তর্জাতিক স্তরের এবং এই বিস্কুটগুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল।
কলকাতার বুকে ‘মাওবাদী’ হুমকি: স্বর্ণ ব্যবসায়ীর কাছে চাওয়া হল ৫০ লক্ষ টাকা
সাউথ এশিয়ান ইউথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতে বাংলার গর্ব প্রতীতি পাল
আটক ব্যক্তির নাম সুব্রত সরকার। সে স্থানীয় বাসিন্দা, ঘোজাডাঙ্গারই বাসিন্দা বলে জানা গিয়েছে। সুব্রতের সঙ্গে আরো কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে বিএসএফ এবং শুল্ক দপ্তর। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দীর্ঘদিন ধরেই সে সীমান্তে সোনা পাচারের সঙ্গে যুক্ত।
উদ্ধার হওয়া সোনা, ধৃত পাচারকারী সহ ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। শুল্ক দপ্তর জানিয়েছে, তাঁরা তদন্ত শুরু করেছেন এবং পাচারের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। আরও কেউ এই চক্রে জড়িত কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিএসএফ-এর এক আধিকারিক বলেন—
“এই ধরনের অপারেশন সীমান্ত এলাকায় চোরাচালান রোধে আমাদের প্রতিনিয়ত সচেষ্ট থাকার প্রমাণ। আমাদের কাছে গোপন তথ্য ছিল, তার ভিত্তিতে এই অভিযান সফল হয়। ভবিষ্যতেও আমরা এই ধরনের অপকর্ম রুখতে তৎপর থাকব।”
আরও পড়ুন :
মৃত্যু উপত্যকায় জীবনের জন্য প্রার্থনা
পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারতের অস্বীকৃতি, সরাসরি ফাইনালে পাকিস্তান