Breaking News

Gorumara Rhinobody Found Bangladesh

গরুমারার গন্ডারের দেহ ভেসে উঠলো বাংলাদেশের কুড়িগ্রামে, চাঞ্চল্য দুই বাংলায়

যে স্থানে গন্ডারের দেহ উদ্ধার হয়েছে, সেটি গরুমারার রামসাই থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে।বন্যায় ভেসে গিয়েছে আরও কয়েকটি বাইসন, পাঁচটির দেহ উদ্ধার।

গরুমারার গন্ডারের দেহ ভেসে উঠলো বাংলাদেশের কুড়িগ্রামে, চাঞ্চল্য দুই বাংলায়

Gorumara Rhinobody Found Bangladesh

ক্লাউড টিভি ডেস্ক : উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার পর এবার ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। গরুমারা জাতীয় উদ্যানের এক গন্ডারের দেহ ভেসে উঠেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। বুধবার সকালে কুড়িগ্রামের বেতগাড়া এলাকার নদীতে ভেসে ওঠে বিশাল দেহটি। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুই বাংলার বনপ্রেমী মহলে।

সূত্রের খবর, যে স্থানে গন্ডারের দেহ উদ্ধার হয়েছে, সেটি গরুমারার রামসাই থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে। জলঢাকা নদীর প্রবল স্রোতে গন্ডারটি এত দূর ভেসে এসেছে বলে অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গত রবিবারের ভয়াবহ বন্যায় গরুমারা ও সংলগ্ন অঞ্চলগুলোতে বহু বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বেতগাড়া রেলসেতুর কাছ থেকে পাঁচটি বাইসনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলি নদীর ধারে পলির নিচে চাপা ছিল বলে বন দপ্তর সূত্রে জানা গেছে।

পরিবেশবিদরা জানিয়েছেন, “রবিবারের বন্যার সময় জলঢাকা নদীতে এমন তীব্র স্রোত বয়ে গিয়েছিল যে, বহু প্রাণী ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল। এবার সেটিই সত্য প্রমাণিত হলো।”

২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু, চাঞ্চল্য

MaldaFloods : মালদায় বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর, রতুয়া-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

বাংলাদেশের কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বন দপ্তর ইতিমধ্যেই গন্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বনকর্মীরা ময়নাতদন্ত করবেন, তবে দেহটি ভারতে ফেরত পাঠানো হবে না। গন্ডারের দেহ উদ্ধারের পর ভারতের বন দপ্তরও ঘটনাটির বিষয়ে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।

অন্যদিকে, ভারতীয় বন দপ্তর সীমান্তবর্তী নদীগুলিতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে, যাতে আরও কোনও বন্যপ্রাণী বন্যার স্রোতে ভেসে না যায় বা পড়ে না থাকে।

বন দপ্তরের এক আধিকারিক বলেন, “এই বন্যায় গরুমারার বিভিন্ন এলাকায় গন্ডার, বাইসন, হাতি ও হরিণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের।”

এই ঘটনা শুধু সীমান্ত পেরোনো এক গন্ডারের মৃত্যু নয়, বরং জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ বাস্তবতারও এক প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

আরও পড়ুন :

নোবেল সাহিত্য পুরস্কার ২০২৫: হাঙ্গেরির লাস্লো ক্র্যাজনাহর্কাইয়ের হাতে গৌরবময় সম্মান

আজ রাতেই শহরে পা রাখছেন জাপানের হিরোশি ইবুসুকি

ad

আরও পড়ুন: