Breaking News

HumsafarExpress

৬৪ বছর পর উত্তরবঙ্গের দিকে ট্রেন চলাচল শুরু, রানাঘাট থেকে হামসফর এক্সপ্রেসে ইতিহাসের পুনর্জন্ম

দেশভাগের পর ৬৪ বছর পর রানাঘাট থেকে উত্তরবঙ্গের দিকে প্রথমবারের মতো ট্রেন চালু

HumsafarExpress: A Historic Journey Begins %%page%% %%sep%% %%sitename%%

HumsafarExpress

নদীয়া, ১৪ জুন : পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রায় ৬৪ বছর পর উত্তরবঙ্গের দিকে ট্রেন চলাচল শুরু হলো রানাঘাট স্টেশন থেকে। জলপাইগুড়ি-শিয়ালদহ হামসফর এক্সপ্রেস (03116 ডাউন) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই স্টেশন থেকে। দেশ বিভাগের পর এই প্রথম রানাঘাট স্টেশন থেকে উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপিত হলো, যা এলাকাবাসীর মধ্যে গর্ব এবং আবেগের সঞ্চার করেছে।

রেল সূত্রে জানা যায়, ১৯৬১ সাল পর্যন্ত ‘দার্জিলিং মেল’ নামে পরিচিত একটি ট্রেন বাংলাদেশের দর্শনা হয়ে রানাঘাট দিয়ে উত্তরবঙ্গ যাতায়াত করত। কিন্তু একটি ভয়াবহ বন্যার ফলে সে রুট ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পর বহু বছর ধরে এই যোগাযোগ ছিল অচল। অবশেষে মুর্শিদাবাদের নাসিপুরে নতুন রেল সেতুর উদ্বোধনের ফলে বিকল্প রুট উন্মুক্ত হয়েছে।

ভারতের ট্র্যাকে ছুটবে ‘শিনকানসেন’ বুলেট ট্রেন, উপহার দিচ্ছে জাপান

কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য একটি সুখবর! শীঘ্রই শিয়ালদা মেইন শাখায় চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন।

এবারের এই সংযোগ চালু হওয়ায় রানাঘাট স্টেশন থেকে সরাসরি উত্তরবঙ্গে পৌঁছানো সম্ভব হবে। স্থানীয়রা বলছেন, এতদিন উত্তরবঙ্গে যাওয়ার জন্য আগে শিয়ালদহ যেতে হতো। কিন্তু এখন নিজ শহর থেকে ট্রেন ধরতে পারার সুযোগ তাদের জীবনে যেমন স্বস্তি এনে দেবে, তেমনই অর্থনৈতিক ও পর্যটনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামসফর এক্সপ্রেসের নিয়মিত সাপ্তাহিক পরিষেবা ২০ জুন শিয়ালদহ থেকে এবং ২১ জুন জলপাইগুড়ি থেকে চালু হবে। এই ট্রেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা পরিচালিত হবে।

রানাঘাটের এক প্রবীণ নাগরিক বলেন, “এই শহর বহু ঐতিহাসিক ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত – নেতাজি সুভাষ চন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন – সবাই পা রেখেছেন এই মাটিতে। আজকের এই রেল সংযোগ সেই ইতিহাসকেই যেন নতুন করে জাগিয়ে তুলল।”

এলাকাবাসীর আশা, ভবিষ্যতে এই রুটে আরও ট্রেন চালু হলে ব্যবসা, শিক্ষা ও পর্যটনে প্রবল ইতিবাচক প্রভাব পড়বে। রানাঘাটের এই নতুন সংযোগ শুধু যোগাযোগের নয়, বরং অতীত ও ভবিষ্যতের মধ্যে এক ঐতিহাসিক সেতুবন্ধন রচনা করছে।

আরও পড়ুন :

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যু, উত্তেজনা এলাকাজুড়ে

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে যে পরিকল্পনা সাজাচ্ছে আনচেলত্তির ব্রাজিল

ad

আরও পড়ুন: