Breaking News

Jadavpur SFI Harassment Allegation

শান্তিনিকেতন ভ্রমণের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

“যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণের সময় এক নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় এসএফআই সংগঠন তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে স্থগিত করেছে।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

Jadavpur SFI Harassment Allegation

ক্লাউড টিভি ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আবারও বিতর্কে। শান্তিনিকেতনে এক শিক্ষামূলক ভ্রমণের সময় শ্লীলতাহানির অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক এসএফআই নেতার বিরুদ্ধে। অভিযোগকারিণীও ইংরেজি বিভাগেরই ছাত্রী এবং সংগঠনের সক্রিয় কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এসএফআই সংগঠন তাঁকে আপাতত সমস্ত দায়িত্ব থেকে বিরত  করেছে।

সংবাদ সূত্রে জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। সেই সফরে অভিযুক্ত এসএফআই নেতা নাকি সহপাঠী ছাত্রীকে অনভিপ্রেতভাবে স্পর্শ করেন এবং একাধিকবার অস্বস্তিকর আচরণ করেন। অভিযোগকারিণী প্রথমে বিষয়টি সহপাঠীদের জানান। পরে সংগঠনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন।

যাদবপুরে ‘আজাদ কাশ্মীর’ পোস্টারে প্রথম গ্রেপ্তার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌম্যদীপ

এসএফআই ছাত্রনেত্রীকে ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব : প্রতিবাদে সংগঠন ছাড়লেন, তোলপাড় রাজ্য রাজনীতি

অভিযোগ পাওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই আর্টস ইউনিট দ্রুত পদক্ষেপ নেয়। সভাপতি রাসেল পারভেজ এবং সম্পাদক সৌগত তরফদার একটি লিখিত বিবৃতি জারি করে জানান, অভিযোগ প্রাথমিকভাবে গুরুতর বলে মনে হওয়ায় অভিযুক্ত নেতাকে সমস্ত দায়িত্ব এবং কর্মসূচি থেকে অব্যাহতি দেওয়া হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সংগঠনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না।

ঘটনার পর থেকেই ক্যাম্পাসে আলোড়ন শুরু হয়েছে। অনেক ছাত্র-ছাত্রী জানিয়েছেন, রাজনৈতিক সংগঠনের মধ্যে থেকেও যদি এই ধরনের অভিযোগ ওঠে, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। কেউ কেউ আবার বলছেন, সংগঠন দ্রুত পদক্ষেপ নিয়েছে, যা ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে। তবে তদন্ত প্রক্রিয়া এবং ফলাফল স্পষ্ট না হলে ক্যাম্পাসে অস্বস্তি থেকেই যাবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-রাজনীতি দীর্ঘদিন ধরেই নানা বিতর্কের কেন্দ্রবিন্দু। এর আগে একাধিকবার নারী সহপাঠীদের প্রতি কুপ্রস্তাব বা মানসিক হয়রানির অভিযোগ উঠেছে। এবার আবার শ্লীলতাহানির অভিযোগ সামনে আসায় ছাত্র সমাজে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নিরাপত্তা এবং শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এসএফআই নেতৃত্ব জানিয়েছে, সংগঠন কোনোভাবেই এই ধরনের অভিযোগকে গুরুত্বহীন করে দেখবে না। তদন্ত কমিটি পুরো ঘটনা খতিয়ে দেখবে এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে বলে সূত্রের খবর।

ad

আরও পড়ুন: