Breaking News

JoyBanerjee Expired

মাত্র ৬৪ বছর বয়সে প্রয়াত হলেন আশির দশকে রোমান্টিক হিরো

টলিউড অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ৬৪ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। আশির দশকে রোমান্টিক হিরো হিসেবে টলিউডে ব্যাপক জনপ্রিয়তা পান জয়। মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ।

JoyBanerjee Expired: Remembering a Legend %%page%% %%sep%% %%sitename%%

JoyBanerjee Expired

ক্লাউড টিভি ডেস্ক : টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই (JoyBanerjee Expired) । শনিবার (২৩ আগস্ট) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শনিবার দুপুরেই চিরনিদ্রায় চলে যান প্রয়াত এই অভিনেতা।

১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন জয় বন্দ্যোপাধ্যায়। আশির দশকে সিনেমার মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন তিনি। রোমান্টিক হিরো হিসেবেই মূলত পরিচিতি পান। একের পর এক জনপ্রিয় ছবি উপহার দেন দর্শকদের। ‘চোখের আলোয়’, ‘শত্রু’, ‘তুমি কথা দিলা’, ‘নির্মল্য’ সহ একাধিক ছবিতে তার অভিনয় আজও টলিউডপ্রেমীদের মনে অম্লান।

থ্রি ইডিয়টস এর বিখ্যাত ডায়লগ “এর তুম কেহনা কেয়া চাহতে হো” র প্রবীণ মারাঠি অভিনেতা আচ্যুত পটদারের জীবনবসান

‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক ধীরজ কুমার প্রয়াত

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে তিনি বীরভূম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন, যেখানে প্রতিপক্ষ ছিলেন তৎকালীন সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়। এরপর ২০১৯ সালে উলুবেড়িয়া থেকেই তিনি তৃণমূলের এমপি সাজদা আহমেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও প্রতিবারই নিরাশাজনক ফল হয়।

২০২১ সালের নভেম্বর মাসে, তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিকে ত্যাগ করেন, এবং তারপর আর কোনো রাজনৈতিক মহলে সক্রিয় দেখেননি।

তার মৃত্যুর খবরে টলিউড মহলে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, গীতিকার—সকলেই তাকে স্মরণ করছেন আবেগঘন বার্তায়। তার সহকর্মীরা জানিয়েছেন, বাংলা সিনেমায় রোমান্টিক নায়কের ধারা নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন জয়।

আসন্ন সময়ে টলিউডে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি আয়োজনের সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্রপ্রেমীরা বলছেন, বাংলা সিনেমা হারাল এক অনন্য প্রতিভা, যিনি তার মিষ্টি হাসি আর সহজ অভিনয়ে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়ে নিয়েছিলেন।

ad

আরও পড়ুন: